শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » জাতিসংঘ পাঁচ স্থায়ী সদস্যের ভেটো দেয়ার ন্যায্যতা নিয়ে অধিবেশন আহবান
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » জাতিসংঘ পাঁচ স্থায়ী সদস্যের ভেটো দেয়ার ন্যায্যতা নিয়ে অধিবেশন আহবান
২৯৬ বার পঠিত
মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতিসংঘ পাঁচ স্থায়ী সদস্যের ভেটো দেয়ার ন্যায্যতা নিয়ে অধিবেশন আহবান

---

ওয়াশিংটন সমর্থিত একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনার জন্য লিচেনস্টাইন মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক আহবান করবে। এই প্রস্তাবে পাঁচ স্থায়ী সদস্যের ভেটো ব্যবহারের ন্যায্যতা নিশ্চিত করার দাবি তোলা হয়েছে।
নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যদের ভেটো ব্যবহারের ক্ষমতা হ্রাসের পুরানো দাবি সম্প্রতি রাশিয়ার ইউক্রেন হামলার কারণে পুনরুজ্জীবিত হয়েছে।
মস্কোর ভেটো ক্ষমতা নিরাপত্তা পরিষদের পদক্ষেপকে অচল করে দিয়েছে, জাতিসংঘ সনদ অনুযায়ী বিশ্ব শান্তির গ্যারান্টার হিসাবে এ ধরণের সংঘাত নিরসনে ভেটো বাধা হয়ে দাঁড়ায়।
কূটনীতিকরা জানান, লিচেনস্টাইন প্রস্তাবে যুক্তরাষ্ট্রসহ প্রায় ৫০টি দেশকেসহ স্পন্সর করা হয়েছে, তবে অপর ৪ স্থায়ী সদস্য রাশিয়া, চীন, ফ্রান্স ও ব্রিটেন ছাড়া কোন দেশ এই প্রস্তাবের ব্যাপারে ভোটিং সম্পর্কিত নয়। নিরাপত্তা পরিষদের ১০ অস্থায়ী সদস্য রয়েছে, এদের ভেটো ক্ষমতা নেই।
প্রস্তাবের পক্ষে ভোটদানে প্রতিশ্রুতিবদ্ধ স্পন্সরদের মধ্যে রয়েছে ইউক্রেন জাপান ও জার্মানি। পরের দু’টি দেশ তাদের বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবের পরিপ্রেক্ষিতে বর্ধিত নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পেতে আগ্রহী। ভারত, ব্রাজিল বা দক্ষিণ আফ্রিকা এবং অন্যান্য প্রতিযোগিদের মধ্যে সম্ভাব্য স্থায়ী আসনের জন্য আগ্রহ এখনো প্রকাশ পায়নি।



আর্কাইভ