মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » এটা অন্যায়, এই ছবি আটকানোর কোনো আইনগত কারণ নেই: ফারুকী
এটা অন্যায়, এই ছবি আটকানোর কোনো আইনগত কারণ নেই: ফারুকী
বাংলাদেশের অন্যতম প্রমিনেন্ট নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বিজ্ঞাপন, নাটক, সিনেমা সব ক্ষেত্রেই নিজের মুনশিয়ানা দেখিয়েছেন তিনি। তবে বিকল্প ঘরানার সিনেমাতেই যেন ফারুকীর পারদর্শিতা। ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘পিপড়াবিদ্যা’ যার প্রমাণ। তবে কেন আটকে আছে মেধাবী এই নির্মাতার সিনেমা ‘শনিবার বিকেল’?
জানা যায়, ২০১৬ সালে ঢাকার গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলা অবলম্বনে নির্মিত হয় সিনেমা ‘শনিবার বিকেল’ বা ‘স্যাটার ডে আফটারনুন’। যদিও নির্মাতা ফারুকী সময় সংবাদকে জানান সিনেমাটি কোনো বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নয় বরং ঘটনা থেকে উৎসাহিত হয়ে নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, ‘এটা আমার কল্পনা থেকে তৈরি গল্প। তবে হলি আর্টিজানের গল্প থেকে অনুপ্রাণিত কিন্তু হুবহু হলি আর্টিজানের গল্প নয়।’
শোনা যায় সেন্সর বোর্ডে বেশ প্রশংসিতও হয় সিনেমাটি। কিন্তু এরপরই আটকে দেওয়া সিনেমাটি, ছাড়পত্র না পাওয়ার পর আসে নিষিদ্ধ হওয়ার খবর। এ বিষয়ে হতাশা প্রকাশ করে ফারুকি জানান, ‘শনিবার বিকেল’ সিনেমায় কোনো সেন্সর বিধি লঙ্ঘন করা হয়নি তারপরও এটির ছাড়পত্র না পাওয়া হতাশাজনক। তিনি বলেন, অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে এই সিনেমা। কোন ধারায় সিনেমা আটকে রাখা হয়েছে সিনেমা তার উত্তর সেন্সরবোর্ডই জানে কারণ ‘শনিবার বিকেল’ কোনো আইন লঙ্ঘন করেনি।
এ প্রসঙ্গে ২০১৯ সালে সেন্সর বোর্ডের অন্যতম সদস্য ইফতেখার নওশাদ বিভিন্ন গণমাধ্যমে বলেছিলেন, সিনেমাটিতে গুলশানের হলি আর্টিজানের হামলাকে উপজীব্য করা হয়েছে। ছবিটি যদি দেশের বাইরে প্রচারিত হয় তাহলে তা ভাবমূর্তির জন্য ক্ষতিকর হবে এবং এ ছবি বাণিজ্যিকভাবেও বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করে থাকতে পারে। এর ফলে বিদেশিদের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে যা আমাদের দেশে বিনিয়োগে বাধার সৃষ্টি করবে। তবে এ সিদ্ধান্ত বিদেশে যাওয়া থেকে আটকাতে পারেনি ‘শনিবার বিকেল’র। একাধিক আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয় ফারুকীর সিনেমা ‘শনিবার বিকেল’। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়ে দুটি ইন্ডিপেনডেন্ট জুরি পুরস্কারও জেতে ছবিটি।
তবে এসব স্বীকৃতির পরও ৩ বছর ধরে সেন্সরবোর্ডে ঝুলে আছে ‘শনিবার বিকেল’। এ নিয়ে আক্ষেপ করে ১৮ এপ্রিল মধ্যরাতে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নিজের ফেসবুকে একটি লেখা পোস্ট করেন। তিনি লেখেন, ‘হে, প্রিয় রাষ্ট্র আমার! আমার একটা ফিল্ম ছিল “শনিবার বিকেল” নামে। জাস্ট ইন কেস ইউ ফরগট! ছবিটা বাংলাদেশের মানুষ কবে দেখতে পারবে?’ সেখানেই অনেকে ওটিটি মাধ্যমে সিনেমাটি মুক্তি দেওয়ার ব্যাপারে মন্তব্য করেন। তবে এ বিষয়ে স্পষ্ট করে কিছু না জানালেও ফারুকী জানান এই মুহূর্তে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি দেওয়া সম্ভব নয়।
তবে সব আক্ষেপ, হতাশার মধ্যেও এখনো সিনেমা আশাবাদী নির্মাতা। ফারুকীর মতে আজ না হলেও কাল সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা সিনেমাটির প্রতি সদয় হবেন এবং দেশের মানুষের জন্য উন্মোচিত হবে ‘শনিবার বিকেল’।
‘শনিবার বিকেল’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওনসহ ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানি। সিনেমার চিত্রগ্রহণ করেছেন কাজাখস্তানের চিত্রগ্রাহক আজিজ জাম্বাকিয়েভ। ছবির কারিগরি বিভাগে কাজ করেছেন চিত্রগ্রাহক আজিজ জাম্বাকিয়েভের নেতৃত্বে রাশিয়া থেকে আসা একটি দক্ষ দল।