শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » ৫০০ টাকা চুরিকে কেন্দ্র করে খুন যুবক
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » ৫০০ টাকা চুরিকে কেন্দ্র করে খুন যুবক
১৬৯ বার পঠিত
মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫০০ টাকা চুরিকে কেন্দ্র করে খুন যুবক

---

নড়াইলে ৫০০ টাকা চুরিকে কেন্দ্র করে প্রতিবেশি দুই পরিবারের ঝগড়ায় জেরে ছুরিকাঘাতে প্রাণ গেল হাসান ইমাম রাজু নামে এক চা দোকানি যুবকের। সোমবার (১৮এপ্রিল) সন্ধ্যার দিকে নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত জুয়েল রানা নামে নিহতের প্রতিবেশিকে ধরতে পুলিশ চেষ্টা করছে। নিহত হাসান ইমাম রাজু হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণকারী একজন নওমুসলিম ছিলেন।
হাসপাতালে গিয়ে দেখা যায়- হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্যনক্ষম মানুষটিকে হারিয়ে স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন। তাদের আর্তনাদ ও আহাজারিতে হাসপাতালে পরিবেশ ভারি হয়ে উঠেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজমিস্ত্রী জুয়েল রানার ঘর থেকে ৫০০টাকা হারিয়ে গেলে জুয়েলের স্ত্রী এ ঘটনায় প্রতিবেশি রাজুর স্ত্রীকে দায়ী করে। এ নিয়ে সোমবার দুপুরে দুই নারীর মধ্যে ঝগড়া হাতাহাতিতে গড়ায়। দুই পরিবারের এই বিরোধ নিরসনে এ দিন বিকেলে স্থানীয়দের মধ্যস্থতায় সালিশ বসে। সেখানে রাজু ও জুয়েলের মধ্যে বাকতিণ্ডার এক পর্যায়ে জুয়েল তার কাছে থাকা একটি ধারালো চাকু দিয়ে রাজুর কলার বোনের মাঝ বরাবর কোপ বসিয়ে দেন। এতে রাজু তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন। এ অবস্থায় স্থানীয়রা তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শওকত কবির জানান, মূল অভিযুক্ত রাজুকে ধরতে জোর চেষ্টা চলছে। ঘটনাস্থলে উপস্থিত জুয়েলের বাবা ও স্ত্রীকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



আর্কাইভ