মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সু চির
জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সু চির
মিয়ানমারের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির কারাবন্দী নেত্রী অং সান সু চি। গত বছর সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো এক বিবৃতিতে এ আহ্বান জানান সাবেক এ স্টেট কাউন্সেলর। সু চির আইনি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে সোমবার (১৮ এপ্রিল) এ খবর জানিয়েছে রয়টার্স।
খবরে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেছেন, ’সু চি জনগণকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। খোলাখুলি একে অপরের সঙ্গে আলোচনা করতে বলেছেন। প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন মত আছে- তাই ধৈর্য্যসহকারে আলোচনা এবং কথা চালিয়ে যেতে বলেছেন তিনি।’
সু চি কেন মানুষকে ঐক্যবদ্ধ হতে বলেছেন তার কারণ ব্যাখ্যা করেননি ওই কর্মকর্তা। তবে সু চির এই আহ্বান যে জান্তার সঙ্গে আলোচনায় বসার ডাক নয়, তা স্পষ্ট করেছেন তিনি। এ বিষয়ে মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্রের মন্তব্য জানতে চাওয়া হলে তিনি সাড়া দেননি।
মিয়ানমারে গত বছরের পহেলা ফেব্রুয়ারি সুচির সরকারকে উৎখাত করে ক্ষমতার দখল নেয় সেনাবাহিনী। সেই সঙ্গে অন্যান্য নেতাদের সঙ্গে সু চিকে আটক করা হয়। বন্দী সুচির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুর্নীতি, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গ এবং সহিংসতায় উস্কানি দেওয়ার মতো নানা অভিযোগ। সবগুলোতে দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১৫০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।
সু’চির আইনি প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, সু চির বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগে করা মামলার রায় আগামী সপ্তাহেই হওয়ার কথা রয়েছে।
মিয়ানমারে এক দশকের গণতান্ত্রিক সংস্কারকে গুঁড়িয়ে দেওয়া সামরিক অভ্যুত্থান বড় ধরনের বিক্ষোভের জন্ম দিয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী কঠোর হাতে সেসব বিক্ষোভ দমনও করেছে। জাতিসংঘ এবং মানবাধিকার গোষ্ঠীগুলো নৃশংসতার জন্য মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে আসছে। তবে সেনাবাহিনী এসব অভিযোগ অস্বীকার করেছে।