শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
সোমবার, ১৮ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » মিলার ঝড়ে উড়ে গেল চেন্নাই
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » মিলার ঝড়ে উড়ে গেল চেন্নাই
২৯৯ বার পঠিত
সোমবার, ১৮ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিলার ঝড়ে উড়ে গেল চেন্নাই

---

আইপিএলের ২৯তম ম্যাচে ডেভিড মিলার ও রশিদ খানের ঝড়ো ব্যাটিংয়ে চেন্নাইকে ৩ উইকেটে হারায় গুজরাট। এ জয়ে টেবিলের শীর্ষেই থাকল নবাগত দলটি।

১৭০ রানের চ্যালেঞ্জিং টার্গেট করতে নেমে শুরুতেই বড় চাপে পড়ে গুজরাট। দলীয় ১৬ রানেই ৩ উইকেট হারিয়ে রান তাড়া করতে নেমে প্রথমেই ব্যাকফুটে চলে যায় এবারের আসরের নবাগত দল গুজরাট। এরপর রিদিমান সাহা ও টেওয়াটিয়াকে হারানোর পর পরাজয়ের দিকেই এগোচ্ছিল গুজরাট।

তবে সেখান থেকে দলকে টেনে নিয়ে জয় উপহার দেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার। তার অপরাজিত ৯৪ রানের ওপর ভর করে ৩ উইকেটে জয় পায় গুজরাট। তার সঙ্গে ৭০ রানের দারুণ এক জুটি করেন রশিদ খান। তিনি করেন ২১ বলে ৪০ রান। চেন্নাইয়ের হয়ে ২৩ রান খরচায় ৩ উইকেট নেন ব্রাভো। এ ছাড়াও থেকশানা নেন দুটি উইকেট।

এদিন ইনজুরির কারণে ছিলেন না গুজরাটের নিয়মিত অধিনায়ক পান্ডিয়া। তার পরিবর্তে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন আফগান স্পিনার রশিদ খান।

এর আগে দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ করে রবীন্দ্র জাদেজার দল চেন্নাই। ম্যাচের শুরুতেই চাপে পড়লেও ব্যাট হাতে ৪৮ বলে ৭৩ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন রুতুরাজ গায়কোয়াড়। দলীয় ৩২ রানে ২ উইকেট হারানোর পর গায়কোয়াড়ের রানই সম্মানজনক সংগ্রহ এনে দেয় চেন্নাইকে।

এদিকে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন আম্বাতি রাইডু। এ ছাড়া অধিনায়ক জাদেজা অপরাজিত ছিলেন ১২ বলে ২২ রানের ইনিংস খেলে। ৩৪ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন আলজারি জোসেফ। একটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ শামি ও যশ দয়াল।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে রবিন উথাপ্পা ও মঈন আলীর উইকেট হারিয়ে চাপে পড়ে চেন্নাই সুপার কিংস। উথাপ্পা ৩ ও মঈন ফিরে যান ১ রান করে। এরপর চাপ সামলে তৃতীয় উইকেট জুটিতে দলকে ভালো অবস্থানে নিয়ে যান ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও আম্বাতি রাইডু।

দলীয় ১২৪ রানে ৪ রানের আক্ষেপ নিয়ে ক্রিজ ছাড়েন রাইডু। ৪ চার ও ২ ছক্কার মারে ৩১ বলে তার ব্যাট থেকে আসে ৪৬ রান। অন্যদিকে গায়কোয়াড় ফিরে সাজঘরে ফেরেন ৪৮ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে। তার ইনিংসটি সমান ৫ চার ও ছয়ের মারে সাজানো ছিল। শেষ দিকে ১৭ বলে ১৯ রানের ইনিংস খেলেন শিভাম দুবে।



আর্কাইভ