রবিবার, ১৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » সরিষাবাড়ী ইউএনও অফিসে অগ্নিকাণ্ড, নথিপত্র পুড়ে ছাই
সরিষাবাড়ী ইউএনও অফিসে অগ্নিকাণ্ড, নথিপত্র পুড়ে ছাই
নিজস্ব প্রতিনিধি,জামালপুর: জামালপুর জামালপুরের সরিষাবাড়ী উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক সাতটার দিকে উপজেলা পরিষদের তৃতীয় তলা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইউএনও’র কার্যালয়ে আগুন দেখতে পায় পরিষদের ঝাড়ুদার সুমন। পরে আগুনের বিষয়টি ইউএনও’কে জানালে, ইউএনও ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে কার্যালয়ে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ডিফেন্স এর জেলা উপসহকারী কর্মকর্তা সৈয়দ মোঃ মোরশেদ হোসেন নিউজ টু নারায়ণগঞ্জ’কে জানান, তারা সকাল সাতটায় নির্বাহী কার্যালয়ে আগুনের সংবাদ শুনে জামালপুর ও সরিষাবাড়ী মিলে দুটি ইউনিট তৎক্ষণাৎ ঘটনাস্থলে চলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
কার্যালয়ে আগুন এর বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা নিউজ টু নারায়ণগঞ্জ’কে জানান, আনুমানিক ভোর সাতটার দিকে নির্বাহী কার্যালয়ে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তৎক্ষণাৎ তারা ঘটনাস্থলে চলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে নির্বাহী কর্মকর্তার কক্ষসহ বেশকিছু নথিপত্র পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
এদিকে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে আগুন লাগার সংবাদ পেয়ে পরিদর্শন করতে আসে জামালপুর জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মুর্শেদা জামান। ভষ্মিভূত কক্ষ পরিদর্শন শেষে তিনি নিউজ টু নারায়ণগঞ্জ’কে জানান, আগুনে নির্বাহী কক্ষসহ একটি টয়লেট ও বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হবে।