শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শনিবার, ১৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ছয় মাস পর পৃথিবীতে ফিরলেন চীনের ৩ নভোচারী
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ছয় মাস পর পৃথিবীতে ফিরলেন চীনের ৩ নভোচারী
৪৯৪ বার পঠিত
শনিবার, ১৬ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছয় মাস পর পৃথিবীতে ফিরলেন চীনের ৩ নভোচারী

---

চীনের দীর্ঘতম মহাকাশ অভিযানের সমাপ্তি শেষ করে ১৮৩ দিন পর পৃথিবীতে অবতরণ করেছেন তিন মহাকাশচারী। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, শনিবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টায় উত্তর চীনে অবতরণ করেন এই মহাকাশচারীরা। চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শেনঝো-১৩ নামে মহাকাশযানে করে মঙ্গলগ্রহে একটি রোভার অবতরণ এবং চাঁদে অনুসন্ধান করার পর তারা পৃথিবীতে ফিরে এলেন। যুক্তরাষ্ট্রের প্রধান মহাকাশ প্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হওয়ার জন্য বেইজিংয়ের এই অভিযানটি একটি সর্বশেষ মিশন বলে জানায় এএফপি।

মিশনে অংশ নেন দুই পুরুষ এবং একজন নারী নভোচারী। তারা হলেন- ঝাই ঝিগাং, ইয়ে গুয়াংফু এবং ওয়াং ইয়াপিং। তারা একটি ছোট ক্যাপসুলে করে পৃথিবীতে নিরাপদে অবতরণ করেন।

গত বছরের অক্টোবরে এ তিন চীনা নভোচারী চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে গোবি মরুভূমির একটি উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে রওনা করেন। ২০২১-২২ সালে মানুষ নিয়ে চীনের প্রথম স্থায়ী মহাকাশ স্টেশনে তিয়ানগংয়ে যে চারটি মিশন পাঠানোর কথা, এটি ছিল দ্বিতীয়।

গত বছরের নভেম্বরে প্রথম চীনা নারী হিসেবে মহাকাশে হাঁটার গৌরব লাভ করেন ওয়ান। তিনি এবং তার সহকর্মী ঝাই স্পেস স্টেশন সরঞ্জাম স্থাপনের কাজ করেছিলেন। মিশন কমান্ডার ঝাই একজন প্রাক্তন ফাইটার পাইলট। তিনি ২০০৮ সালে চীনের প্রথম স্পেসওয়াক করেছিলেন, যখন ইয়ে একজন পিপলস লিবারেশন আর্মির পাইলট।

আগামী কয়েক মাসের মধ্যে শেনঝো-১৪ নভোযানে করে মহাকাশে মানুষ নিয়ে আরও একটি মিশন পাঠানোর কথা রয়েছে চীনের।



আর্কাইভ