শনিবার, ১৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » যুক্তরাষ্ট্রকে ‘অপ্রত্যাশিত পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার
যুক্তরাষ্ট্রকে ‘অপ্রত্যাশিত পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার
ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রকে ‘অপ্রত্যাশিত পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সতর্ক করে কূটনৈতিক বার্তা পাঠিয়েছে রাশিয়া। এ তথ্য নিশ্চিত করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মস্কো।
নাম প্রকাশ না করার শর্তে রাশিয়ার ওই কর্মকর্তা ইন্টারফ্যাক্সকে বলেন, ‘ইউক্রেনে দায়িত্বজ্ঞানহীন সামরিকীকরণ বন্ধ করার জন্য আমরা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রতি আহ্বান জানাই। বাইডেন প্রশাসনের এমন কার্যক্রম আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অপ্রত্যাশিত পরিণতি বয়ে আনবে।’
এদিকে, সম্প্রতি বেলজিয়াম থেকে রাশিয়ার ১৯ জন কূটনীতিককে বহিষ্কারের জবাবে এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৮ জন কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো।
ইউরোপীয় ইউনিয়নের শক্তিকেন্দ্র হিসেবে পরিচিত বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে গত ৫ এপ্রিল রাশিয়ার ১৯ জন কূটনীতিককে বহিষ্কার করে ইইউ। এর কারণ হিসেবে সে সময় ইইউর এক বিবৃতিতে বলা হয়, ‘তারা (রুশ কূটনীতিকরা) এমন কিছু তৎপরতায় জড়িত, যা তাদের কূটনৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না।’
রয়টার্স বলছে, এর জবাবেই মূলত শুক্রবার (১৫ এপ্রিল) ইইউর ১৮ জন কূটনীতিককে বহিষ্কার করল মস্কো। এ ছাড়া ইইউর ওই কূটনীতিকদের যত দ্রুত সম্ভব রাশিয়া ত্যাগ করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে।
তবে মস্কোর এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে ইইউ বলছে, ‘রুশ কর্তৃপক্ষের এ ধরনের সিদ্ধান্তের কোনো ভিত্তি নেই এবং এটি একটি প্রতিশোধমূলক পদক্ষেপ ছাড়া আর কিছুই নয়।’