শনিবার, ১৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিরোনাম | সিলেট » ভারতীয় মোবাইলের চালানসহ আ. লীগ নেতার ছেলে গ্রেপ্তার
ভারতীয় মোবাইলের চালানসহ আ. লীগ নেতার ছেলে গ্রেপ্তার
সিলেটে ভারত থেকে অবৈধ পথে আনা ১০০ পিস মোবাইল সেটসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেতার ছেলে জাফর সাদেক জয়। তার সঙ্গে আক্তার হোসেন ও লিমন মিয়া নামে আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জয় সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট সদর উপজেলার পীরের বাজার শাহ সুন্দর মাজার গেট থেকে তাদের আটক করা হয়।
পরে আজ শুক্রবার (১৫ এপ্রিল) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শাহপরান থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম রায় চৌধুরী বাদী হয়ে জয়সহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনজনকে গ্রেপ্তার ও একজনকে পলাতক দেখানো হয়েছে।
মামলার এজাহারে এসআই উত্তম রায় চৌধুরী উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে সিলেট-তামাবিল সড়কের পীরের বাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি প্রাইভেট কারকে (ঢাকা-মেট্রো-গ-২১-০৬৫০) থামানোর নির্দেশ দিলে কারটি নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করে। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন লিমন।
এ সময় গাড়িটি আটকে তল্লাশি করে কার্টুনে মোড়ানো অবস্থায় ভারতীয় ভিভো, স্যামসাং, রিয়েল মি, রেডমি, পকওসহ বিভিন্ন ব্র্যান্ডের ১০০টি মোবাইল ফোন পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক মূল্য ১২ লাখ ৫১ হাজার টাকা। এ সময় মোবাইল সেটগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সেগুলো জব্দ করে পুলিশ।
মামলার এজাহারে আরো উল্লেখ করা হয়, আসামিদের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন এসব মোবাইল সেটগুলো ভারত থেকে অবৈধভাবে নিয়ে এসেছেন। সিলেট নগরের করিমউল্লাহ মার্কেটের মো. শিপলু নামের এক ব্যবসায়ীর কাছে সেগুলো নিয়ে যাচ্ছিলেন। মামলার এজাহারে গ্রেপ্তারকৃত তিনজনের সঙ্গে শিপলুকেও আসামি করা হয়েছে। মোবাইল হ্যান্ডসেটসহ তার প্রাইভেটকারটিও জব্দ হিসেবে এজাহারে দেখানো হয়েছে।
আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী তার ছেলে জয়কে চোরাচালানে সহযোগিতা করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান। তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তারকৃতরা ভারত থেকে এভাবে মোবাইল নিয়ে এসে সিলেটে ব্যবসা করেন। ’