শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » ৪০ টাকার নিচে মিলছে না কোনো সবজি, বেগুন-শিমের সেঞ্চুরি
৪০ টাকার নিচে মিলছে না কোনো সবজি, বেগুন-শিমের সেঞ্চুরি
রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সবজির দাম। ৪০ টাকার নিচে মিলছে না কোনো সবজিই। রোজার আগে অস্বাভাবিক বেড়ে যাওয়া বেগুন এবং শিমের কেজি এখন এক শ টাকায় বিক্রি হচ্ছে।
শুক্রবার (১৫ এপ্রিল) রাজধানীর বাজারগুলোতে এ চিত্র দেখা গেছে।
রোজার প্রভাবে বেগুনের কেজি এক শ টাকা হলেও এখনও বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শিম। ব্যবসায়ীরা শিমের কেজি বিক্রি করছেন ১০০ থেকে ১২০ টাকায়। কিছুদিন আগে শিমের কেজি ছিল ৬০ টাকা।
শিমের এমন দাম হওয়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা জানিয়েছেন, শিমের মৌসুম শেষ হয়ে গেছে। এখন বাজারে যে শিম আসছে; তা বিশেষ ভাবে চাষ করা। এই শিম বাজারে অল্প পরিমাণেই আসছে। যেহেতু বাজারে সরবরাহ কম, সেহেতু দাম বেশি হবে এটাই স্বাভাবিক।
এদিকে রোজার উত্তাপে বেড়ে যাওয়া শসার দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে ৬০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হওয়া শসা এখন ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
শসার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে ।