শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » সাড়ে পাঁচ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস করেছে মিয়ানমারের জান্তা
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » সাড়ে পাঁচ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস করেছে মিয়ানমারের জান্তা
১৪৫ বার পঠিত
শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাড়ে পাঁচ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস করেছে মিয়ানমারের জান্তা

---

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মিয়ানমারের সেনাবাহিনী আংশিক বা সম্পূর্ণভাবে শতাধিক গ্রাম পুড়িয়ে দিয়েছে। গত বছরের সেনা অভ্যুত্থানের বিরোধিতাকারীদের দমনের চেষ্টা করার সময় সাড়ে পাঁচ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস করেছে তারা।

সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে মিয়ানমারের অ্যাক্টিভিস্ট গ্রুপের তৈরি করা পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্সের।

মার্কিন আর্থ ইমেজিং কোম্পানি প্ল্যানেট ল্যাবস ও মার্কিন মহাকাশ সংস্থা নাসার দেওয়া কয়েক ডজন স্যাটেলাইট ছবি বার্তা সংস্থা রয়টার্স পর্যালোচনা করে দেখেছে, দেশটির মধ্যাঞ্চলের গ্রামগুলোতে ব্যাপক অগ্নিসংযোগ করা হয়। ছবিগুলো স্থানীয় গণমাধ্যমের রিপোর্টগুলোকে অনেকাংশে নিশ্চিত করে। সামরিক বাহিনী সাগাইংয়ের মধ্যাঞ্চলে প্রতিরোধকারীদের ওপর আক্রমণ বাড়াতে ব্যাপক অগ্নিসংযোগ করেছে। স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে বলেন, সেখানে কিছু জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীও ছিল।

মিয়ানমারে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস রয়টার্সকে বলেন, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড।

প্রত্যক্ষদর্শীদের কথা তুলে ধরে টম অ্যান্ড্রুস বলেন, সেনাবাহিনী গত কয়েক মাসে সাগাইংয়ে আক্রমণ বাড়িয়েছে, সৈন্যরা স্থল হামলার নেতৃত্ব দিয়েছে এবং বিমান হামলা চালিয়েছে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে উৎখাত করে। সেনাবাহিনী অভ্যুত্থানের বিরোধিতাকে অবৈধ ঘোষণা করেছে এবং বলেছে তারা দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাইছে।

মিয়ানমারের সামরিক বাহিনী এই প্রতিবেদনের জন্য মন্তব্য করার অনুরোধে সাড়া দেয়নি। গত কয়েক মাস ধরে বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে প্রমাণ ছাড়াই গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ করে আসছে জান্তা সরকার।

সূত্র : রয়টার্স



আর্কাইভ