ধোনির চেন্নাইয়ের প্রথম জয়
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে পাঁচ ম্যাচ খেলে প্রথম জয় পেল চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার (১২ এপ্রিল) নিজেদের পঞ্চম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ২৩ রানে হারিয়েছে তারা। চেন্নাইয়ের দেওয়া ২১৬ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৯৩ রান করতে সক্ষম হয় বেঙ্গালুরু।
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে লক্ষ্য তাড়া করতে নেমে বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন শাহবাজ আহমেদ। ২৭ বলে তার ইনিংসে ছিল ৪টি চারের মার। বাকিদের মধ্যে প্রভুদেসাই ও দিনেশ কার্তিকের ব্যাট থেকে রান আসে ৩৪ করে। গ্লেন ম্যাক্সওয়েল ১১ বলে করেন ২৬ রান। চেন্নাইয়ের হয়ে ৪ উইকেট নেন মহেশ থিকশানা। জাদেজা ৩ এবং মুকেশ চৌধুরী ও ব্রাভো একটি করে উইকেট পান।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রবিন উথাপ্পা ও শিভাম দুবের ব্যাটিং ঝড়ে বড় সংগ্রহ পায় চেন্নাই। নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ২১৬ রান। চলতি মৌসুমে এটি এখন পর্যন্ত প্রথমে ব্যাট করা কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাই সুপার কিংসের। দলীয় ১৯ রানে রুতুরাজ গায়কোয়াড় ও ৩৬ রানে মঈন আলীকে হারিয়ে কিছুটা ব্যাকফুটে হয়ে পড়ে কিংসরা। রুতুরাজ ১৬ বলে ১৭ ও মঈন ৮ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন। এরপর ব্যাট হাতে হাল ধরেন উথাপ্পা ও দুবে। দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে গড়েন ১৬৫ রানের পার্টনারশিপ।
সেঞ্চুরির খুব কাছে গিয়েও ইনিংসের ১৯তম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে তুলে মারতে গিয়ে ক্যাচবন্দি হন উথাপ্পা। ৫০ বলে তার ব্যাট থেকে আসে ৮৯ রান। তার ইনিংসে ছিল ৪ চারের সঙ্গে ৯টি ছক্কার মার। পরের বলেই ওভার বাউন্ডারি মারতে গিয়ে ক্যাচবন্দি হন উথাপ্পা। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান দুবে। খেলেন নিজের আইপিএল ক্যারিয়ারে সর্বোচ্চ অপরাজিত ৯৫ রানের ইনিংস। অবশ্য তিনি সেঞ্চুরিরও সুযোগ পেয়েছিলেন। কিন্তু শেষ বলে ওভার বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করলেও বলটি যায় ফাফ ডু প্লেসির হাতে। যদিও তিনি ক্যাচটি তালুবন্দি করতে পারেননি।
বেঙ্গালুরুর হয়ে বল হাতে ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩৫ রান খরচায় ২ উইকেট শিকার করেন। ১ উইকেট নিজের ঝুলিতে পুরেন জশ হ্যাজেলউড।