শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক শক্তি জোরদার করছে রাশিয়া, তবে এখনো হামলা শুরু করেনি : পেন্টাগন
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক শক্তি জোরদার করছে রাশিয়া, তবে এখনো হামলা শুরু করেনি : পেন্টাগন
৩৬৭ বার পঠিত
মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক শক্তি জোরদার করছে রাশিয়া, তবে এখনো হামলা শুরু করেনি : পেন্টাগন

---

রুশ বাহিনী ইউক্রেনের ডনবাস অঞ্চলের চারদিকে তাদের সামরিক অবস্থান শক্তিশালী করছে, বিশেষ করে ইজিয়াম শহরের কাছে। তবে পূর্ব ইউক্রেনের বিতর্কিত এই অঞ্চলে এখনো আক্রমণ শুরু করেনি রাশিয়া। পেন্টাগন কর্মকর্তারা সোমবার এ কথা বলেন।
পেন্টাগন কর্মকর্তা জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘রাশিয়া ডনবাস অঞ্চলকে কেন্দ্র করে পুনরায় সৈন্য মোতায়েন করছে।’
কিরবি বলেন, যানবাহনের একটি বহর ইজিয়ামের দিকে যেতে দেখা গেছে কিন্তু ‘এই বহরে কতগুলো যানবাহন রয়েছে এবং তারা ঠিক কী নিয়ে আসছে তা আমাদের কাছে পরিষ্কার নয়।’
তিনি বলেন, ‘এটি কর্মীদের বহনকারী যানবাহনের পাশাপাশি সাঁজোয়া যান এবং সম্ভবত কিছু আর্টিলারির মিশ্রণ বলে মনে হচ্ছে।’
পেন্টাগনের মুখপাত্র বলেন, ২০১৪ সালের পর থেকে ইউক্রেনের সামরিক বাহিনী ডনবাস অঞ্চলে মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সাথে লড়াই করছে।
‘ইউক্রেনিয়ানরা ৮ বছর ধরে লড়াই করছে এবং এখনো লড়ছে’ উল্লেখ করে বলেন, ‘এই অঞ্চলটি ছেড়ে যাওয়ার ব্যাপারে তাদের কোন আগ্রহ দেখা যাচ্ছে না।’
যুক্তরাষ্ট্রের এক সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা সোমবার বলেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র এখনো বিশ্বাস করে না যে ডনবাস অঞ্চলে ‘নতুন আক্রমন’ শুরু হয়েছে।
কর্মকর্তা বলেন, ‘আমরা এখনো মনে করি যখন সেখানে লড়াই চলছে তখন তারা (রাশিয়ানরা) সেখানে সক্ষমতা জোরদারে পুনরায় সৈন্য মোতায়েনের কাজ চলছে।’
তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ান বাহিনীর শীর্ষ কমান্ডার হিসেবে জেনারেল আলেকজান্ডার ডভোর্নিকভকে নিয়োগ দেয়া হয়েছে, যিনি সিরিয়ায় রাশিয়ান হস্তক্ষেপে কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।



আর্কাইভ