শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
সোমবার, ১১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » টানা সপ্তম জয়ের লক্ষ্যে মাঠে নামছে বার্সেলোনা
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » টানা সপ্তম জয়ের লক্ষ্যে মাঠে নামছে বার্সেলোনা
৩৫৬ বার পঠিত
সোমবার, ১১ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টানা সপ্তম জয়ের লক্ষ্যে মাঠে নামছে বার্সেলোনা

---

লা লিগায় টানা সপ্তম জয়ের খুঁজে লেভান্তের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এই ম্যাচে জয় পেলে টেবিলের দুই নম্বরে ওঠার সুযোগ রয়েছে কাতালানদের। ভেলেনসিয়ায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এদিকে পয়েন্ট টেবিলে ব্যবধান বাড়িয়ে নেওয়ার ম্যাচে সিরি’আয় তুরিনোর মুখোমুখি হবে টেবিল টপার এসি মিলান। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়।

জাভির অধীনে বার্সেলোনার শুরুটা মন মতো হয়নি। চ্যাম্পিয়ন্স লিগের দৌড় থেকে ছিটকে গেছে, লিগ রেসেও নিজেদের ভাবা এখন দিবা স্বপ্নের মতো। তবে সময়ের সঙ্গে বেশ ভালোভাবেই গুছিয়ে নিয়েছে দলটা। লিগ ম্যাচে টানা সপ্তম জয়ের খুঁজে লেভান্তের আতিথ্য নেবে কাতালানরা।

বার্সেলোনার সামনে আবারো টেবিলের দুই নম্বরে উঠে আসার সুযোগ। এ ম্যাচটা জিতলে সেভিয়াকে হটিয়ে দ্বিতীয় স্থানটা দখলে নেবে বার্সা। তবে দলটার জন্য দুঃসংবাদ নিয়মিত অধিনায়ক জেরার্ড পিকে থাকছে না এ ম্যাচে। ফ্র্যাঙ্কফুটের বিপক্ষের ম্যাচে ইনজুরিতে পরেন এই স্টপার ব্যাক।

আশার খবর দানি আলভেজ ফিরছেন একাদশে। রোনাল্ড আরাউজোকে পাচ্ছেন মাস্টার মাইন্ড। গাবির বদলি হিসেবে দেখা যাবে ফ্রাঙ্ক ডি ইয়ংকে। জাভি’র আক্রমণ ভাগে ভরসা হতে পারেন ফেরান, অবামিয়াং, ডেম্বেলে। এছাড়া বুস্কেটস, আলাবা, গ্রাসিয়ারা জ্বলে উঠলে আরও একটা জয় নিয়ে ফেরবে বার্সেলোনা। কারণ দলটার বিপক্ষে অতীত ইতিহাস এগিয়ে রাখছে কাতালানদের।

এদিকে সিরিআ’র গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে এসি মিলান। প্রতিপক্ষ তুরিনো টেবিলের ১১ নম্বরে থাকলেও শিরোপার রেসে ম্যাচে জয়ের বিকল্প নেই। কারণ নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান মাত্র ১ পয়েন্ট কম নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রোসনেরিদের। কারণে আগের ম্যাচে বোলোগনার কাছে পয়েন্ট খুঁইয়েছ তারা।

অবশ্য মুখোমুখি দেখার পরিসংখ্যান থেকে স্বস্তিতে থাকবে স্ট্যাফানো পিওলির দল। কারণ সবশেষ ৪ দেখায় জয় নেই তুরিনোর। সবশেষ দেখায় এ মাঠেই ৭-০ গোলে হেরেছিল স্বাগতিকরা। তাছাড়া গেল চারবারের দেখায় কোনো গোল হজম করতে হয়নি রসোনেরিদের। তাই এ ম্যাচে প্রতিপক্ষের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা বলাই যায়।

অলিভার জিরো, কেসিই, তোনালি, হার্নান্দেজরা জ্বলে উঠলে জয়ে ফেরা কঠিন হওয়ার কথা নয় এসি মিলানের। এ ম্যাচে দেখা যেতে পারে জ্লাতান ইব্রাহিমোভিচকে। তবে কাজটা সহজও হবে না কারণ ম্যাচটা প্রতিপক্ষের মাঠে। এখন দেখার পালা শেষ হাসি কাদের ভাগ্যে জুটে।



আর্কাইভ