শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
সোমবার, ১১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ধর্ম | শিরোনাম » সিয়াম সাধনার হাকিকাত
প্রথম পাতা » ছবি গ্যালারী | ধর্ম | শিরোনাম » সিয়াম সাধনার হাকিকাত
২৩১ বার পঠিত
সোমবার, ১১ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিয়াম সাধনার হাকিকাত

---

মানুষের মৌলিক প্রয়োজনীয়তার বিস্তৃত ক্ষেত্র কেবলমাত্র দু’টি সমুজ্জল বিন্দুর মতো জ্বল জ্বল করে অবিরত জ্বলেই চলেছে এবং জীবন পথের যাবতীয় তমসাও অন্ধকারকে দূরীভূত করে দিচ্ছে, তার একটি হলো শক্তি এবং দ্বিতীয়টি হলো গেজা অর্থাৎ দানা-পানি। এই দানা পানি ছাড়া মানবদেহে শক্তি উৎপাদিত হয় না। তাই, শক্তি ও দানা-পানি ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। লক্ষ্য করলে দেখা যায় যে, রূহ বা প্রাণের দেহের মাঝে অবস্থিতি শুধু কেবল সদ্দে রমক (কেবলমাত্র প্রাণ রক্ষা পায় এ পরিমাণ) হলেই অব্যাহত থাকে। ‘সদ্দে রমক’ শুধু কয়েক লোকমা আহার্য এবং কয়েক ঢোক পানির উপরই নির্ভরশীল। একথা সত্য যে, এরপরও মানুষের সব প্রয়োজন পুরনের উৎস হলো শক্তি ও দানা-পানি। এ সব কয়েক লোকমা খাদ্য এবং কয়েক ঢোক পানির স্বল্পতা ও আধিক্যের কারণে মানবদেহে নানা জটিলতা দেখা দেয়া খুবই স্বাভাবিক ব্যাপার।

এই দৃষ্টিকোন থেকে একজন মানুষ এবং একজন ফিরিশতা এই দুই বাসিন্দার মাঝে বিভেদ ও পার্থক্যের দেয়াল যদি কায়েম করা যায়, তাহলে শুধু এই দুটি জিনিসই যাবতীয় পৃথকীকরণ ও শ্রেণি ভেদকে পরিবেষ্টন করে রাখতে মানুষের সর্ব প্রকার অপরাধ ও গুনাহসমূহের সূচে যদি তৈরি করা যায়। এবং তার লোভ-লালসা, হত্যা ও রক্তপাতের সর্বশেষ কারণসমূহ যদি তালাস করা হয়, তাহলে উল্লিখিত দুটো জিনিসের বিস্তৃতি ও স্বল্পক্ত এবং জীবন ধারণের উপাদান কঠোর পরিশ্রমের ফসল হিসেবেই অনুভব করা যাবে।

এ সকল কারণে দুনিয়ার মাযহাব বা ধর্মমতগুলোতে বস্তুভিত্তিক অপবিত্রতা থেকে মুক্ত ও পবিত্র থাকার জন্য একটা নির্দিষ্ট সময়পর্ণ ও পানাহার, যৌনাচার ও পাপাচার থেকে বিরত থাকাকে অপরিহার্য শর্ত হিসেবে স্থিরীকৃত করা হয়েছে। এর আসল উদ্দেশ্য হচ্ছে এই যে, মানুষ যেন পর্যায়ক্রমে নিজের প্রয়োজনীয়তার ক্ষেত্রকে সংক্ষিপ্ত এবং সঙ্কুচিত করে তোলে এবং শক্তি ও দানা-পানির অনুসন্ধান এবং লোভ লালসার থেকে নিস্তার লাভের জন্য নিরলসভাবে চেষ্টা করে।

কেননা, মানুষের যাবতীয় অপরাধও গুনাহসমূহ এই একই শক্তিমত্তার সর্বশেষ পরিণামফল। যদি এই অন্বেষা ও প্রয়োজনীয়তা দূরীভূত হয়ে যায়, তাহলে ক্রমাগতভাবে আমরা আলমে নাসূতে (জড় জগতে) অবস্থান করেই আলমে মালাকুতের (ফিরিশতা জগতের) উজ্জ্বল প্রভা ও দীপ্তি অবলোকন করতে সক্ষম হব। কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষ শুধুমাত্র জড় জগতের বস্তু হিসেবেই অবস্থান করবে, ততক্ষণ পর্যন্ত আহার্য বস্তু হতে সামগ্রিকভাবে অমুখাপেক্ষী হওয়া সম্ভব নয়।

এ কারণে এসব আবিলতা থেকে মুক্ত থাকার জন্য বিশ্বের সকল ধর্মেই একটি সময় সীমা নির্ধারণ করে দিয়েছে। এই সময় সীমার মধ্যে সব মানুষই মানবিক প্রয়োজনীয়তার নিগঢ় হতে স্বল্প সময়ের জন্য বিমুক্ত থাকতে পারে, এবং এই স্বল্প সময়ের মনোনিবেশ দ্বারা ‘মালায়ে আলা’ (ঊর্ধ্ব জগত)-এর পবিত্রতম পরিসরে প্রবেশ করতে পারে। যেহেতু এই নস্বর জগতের জীবন কেবলমাত্র আল্লাহ তায়ালার ইবাদাতও বন্দেগির মাঝেই অতিবাহিত করতে হবে, সেহেতু এ জগতের সকল ধর্মের মানুষই নিজেদের জীবন পরিক্রমার স্বল্পতম সময়ের মধ্যে সিয়াম সাধনার মধ্যদিয়ে সেই দায়িত্ব ও কর্তব্যকে পালন করতে পারে।

আল কোরআনে সিয়াম সাধনার এ সকল হাকীকাত ও মানদণ্ডকে শুধু মাত্র একটি শব্দের দ্বারা সুস্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে। সে শব্দটি হলো ‘তাকওয়া’ বা পরহেজগারী। মূলত : সিয়াম সাধনার হাকীকাত ও বিশেষত্ব সূলভ গুণ তাকওয়া বা পরহেজগারী দুনিয়ার সকল ধর্মেই একইভাবে অবলম্বন করা হয়েছে। এ কারণে আল কোরআনও অন্যান্য ধর্মগুলোকে সিয়াম সাধনার এই আভ্যন্তরীণ হাকীকাতের সাথে সম্পৃক্ত করে ঘোষণা করেছে : তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপরও ফরজ করা হয়েছিল। যাতে করে তোমরা তাকওয়া ও পরহেজগারী অর্জন করতে পার। (সূরা বাকারাহ : ১৮৩)।

প্রকৃতপক্ষে সিয়াম সাধনার উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে, ‘তাকওয়া’ ও পরহেজগারী অর্জন করা। অর্থাৎ নিজের খাহেশাতে নফসানীকে নিজের আয়ত্ত বা আওতাভুক্ত রাখা। একই সাথে দৈহিক কামনা বাসনার তীব্র ছোঁয়াচ হতে নিজেকে বিমুক্ত রাখা। এর দ্বারা সুস্পষ্ট বুঝা যায় যে, সিয়াম সাধনা আমাদের ওপর ফরজ করা হয়েছে এক প্রকার ‘রূহানী চিকিৎসা’ হিসেবে। এই চিকিৎসা বার মাসের মধ্যে পুরো একটি মাস গ্রহণ করলে দেহ ও মনের যাবতীয় কালিমা ধুয়ে মুছে নিঃশেষ হয়ে যাওয়া একান্ত অবধারিত। মহান আল্লাহ পাক আমাদেরকে এর যথাযথ তাওফীক এনায়েত করুন। আমীন!



এ পাতার আরও খবর

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে

আর্কাইভ