রবিবার, ১০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » ময়মনসিংহে বন্ধুকে খুন: আর ২ আসামি গ্রেফতার
ময়মনসিংহে বন্ধুকে খুন: আর ২ আসামি গ্রেফতার
ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় শরীফ চৌধুরী নামে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের মূল আসামিসহ তিনজনকে গ্রেফতারের এক দিন পর আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পিবিআই ময়মনসিংহ জেলা।
ময়মনসিংহ জেলা পিবিআই পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সময় সংবাদকে জানান, এই হত্যা মামলার মূল আসামি মো. রাকিবুল হাসান তপু ও মো. আরিফুজ্জামান আরিফ আদালতে ১৬৪ ধারায় সহযোগী আসামিদের নাম উল্লেখ করে স্বীকারোক্তি প্রদান করে।
আসামি তপু ও আরিফুজ্জামানের দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আসামি মোহন ও মুন্নাকে গ্রেফতার করে পিবিআই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত মর্মে স্বীকার করেছে এই দুজন। তাদের আজ রোববার (১০ এপ্রিল) ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পিবিআই।
বুধবার রাতে ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় নিজ বাসার গলিতে শরীফ চৌধুরীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে এক যুবক। একপর্যায়ে জখম হওয়া শরীর নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে শরীফ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা করে নিহতের পরিবার।
বুধবার রাতে এই হত্যাকাণ্ডের পর থেকে পলাতক থাকা মূল আসামি রাকিবুল হাসান তপুসহ তিনজনকে সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করে পিবিআই। মামলা হাতে পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয় তাদের।
পুলিশ জানায়, নিহত শরীফ ও আসামিরা একই গ্রুপের হলেও এলাকার ফুটপাতে চাঁদাবাজির ভাগ দ্বন্দ্বের জেরেই ঘটে হত্যাকাণ্ড।
নিহত শরীফ চৌধুরী বাবার হাসপাতাল ব্যবসা দেখাশোনার পাশাপাশি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল বলে জানায় তার পরিবার।