রবিবার, ১০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য | ছবি গ্যালারী | শিরোনাম » টেসলাকে টেক্কা দিতে বাজারে এল ভিয়েতনামের ভিনফাস্ট
টেসলাকে টেক্কা দিতে বাজারে এল ভিয়েতনামের ভিনফাস্ট
১৯৯০ সালে ভিয়েতনামের জিডিপি ছিল মাত্র সাড়ে ছয় বিলিয়ন ডলার। আর মাথাপিছু আয় ছিল মাত্র ৯৫ ডলার। পক্ষান্তরে একই সময়ে বাংলাদেশের জিডিপি ছিল ৩১ বিলিয়ন ডলার আর মাথাপিছু আয় ছিল ৩০৬ ডলার। সব মিলিয়ে ’৯০-এর দশক এমনকি ২০০০ সালের প্রথম দিকেও বাংলাদেশের থেকে অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে ছিল দেশটি। অথচ এখন সেই ভিয়েতনামের বানানো গাড়ি প্রতিদ্বন্দ্বিতা করছে ইউরোপ-আমেরিকার বাজারে। পাল্লা দিচ্ছে বিশ্বের নামীদামি ব্র্যান্ডের গাড়ির সঙ্গে।
এশিয়ার বাজারে দৃঢ় অবস্থান তৈরির পর এবার বিশ্ববাজারে অবস্থান নিতে যাচ্ছে ভিয়েতনামের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভিনফাস্ট।
২০১৯ সালে বাজারে আসার পরপরই বিশ্বের গাড়ি নির্মাণের জগতে নিজেদের আসন করে নেয় ভিনফাস্ট। এখন তাদের লক্ষ্য যুক্তরাষ্ট্রের বাজার।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় নিজেদের বৈদ্যুতিক গাড়ি নির্মাণের প্লান্টও নির্মাণ করতে যাচ্ছে ভিনফাস্ট। যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাণ প্লান্টে সব মিলিয়ে সাড়ে ছয়শ’ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে ভিয়েতনামি এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। ২০২৪ সালের মধ্যে শেষ হবে এই প্লান্টের নির্মাণ কাজ।
ভিনফাস্টের লক্ষ্য যুক্তরাষ্ট্রের গাড়ির বাজারে অন্যান্য প্রতিষ্ঠিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে বৈদ্যুতিক ও ব্যাটারিচালিত এসইউভি গাড়ির বাজারে প্রতিদ্বন্দ্বিতা করা।
এ ছাড়া নিজেদের কোম্পানিতে বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের আকৃষ্ট করারও পরিকল্পনা করেছে ভিনফাস্ট। এ জন্য যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে আইপিও ছাড়ার পরিকল্পনা করেছে তারা। মার্কিন শেয়ার বাজারে আইপিও থেকে আপাতত দুইশ কোটি ডলারের বিনিয়োগ আকৃষ্ট করার পরিকল্পনা তাদের। ইতোমধ্যেই এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমোদনের জন্য মার্কিন সিকিউরিটিজ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে তারা।
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষার্ধেই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ছাড়া হবে ভিনফাস্টের আইপিও।
আইপিও থেকে প্রাপ্ত অর্থ যুক্তরাষ্ট্রের কোম্পানির গাড়ি নির্মাণ প্লান্টে বিনিয়োগের কথা জানিয়েছেন ভিনফাস্টের প্রধান নির্বাহী লে থি থু থুই।
বৈদ্যুতিক ব্যাটারিচালিত গাড়ির পাশাপাশি প্রচলিত জ্বালানিচালিত গাড়িও উৎপাদন করে থাকে ভিনফাস্ট। তবে ২০২২ সালের মধ্যেই সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি নির্মাতায় পরিণত হওয়ার লক্ষ্য নিয়েছে কোম্পানিটি।
উত্তর আমেরিকার পাশাপাশি ইউরোপের বাজারেও প্রবেশের পরিকল্পনা করেছে ভিনফাস্ট। এ জন্য জার্মানিতেও একটি গাড়ি নির্মাণের প্লান্ট স্থাপনের পরিকল্পনা নিয়েছে তারা।
যুক্তরাষ্ট্রের বাজারে ভিনভাস্টের বৈদ্যুতিক ভিএফএইট এসইউভি গাড়িগুলোর দাম শুরু হবে ৪১ হাজার ডলার থেকে। একই মানের টেসলার সম মডেলের এসইউভির দাম ৬৩ হাজার ডলার।
মূলত সাশ্রয়ী দামে মানসম্মত গাড়ি দেওয়ার লক্ষ্য নিয়েই যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারকে টার্গেট করেছে ভিনফাস্ট। কোম্পানির লক্ষ্য এ বছরের মধ্যেই ৪২ হাজার বৈদ্যুতিক গাড়ি বিক্রি করা।
ভিনফাস্ট ভিয়েতনামের সবচেয়ে বড় বাণিজ্যিক গোষ্ঠী ভিনগ্রুপের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় ভিনফাস্ট গ্রুপ।