শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শনিবার, ৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ডিসিশন রিভিউর গোলকধাঁধায় বাংলাদেশ
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ডিসিশন রিভিউর গোলকধাঁধায় বাংলাদেশ
৩৮০ বার পঠিত
শনিবার, ৯ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিসিশন রিভিউর গোলকধাঁধায় বাংলাদেশ

---

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে নিশ্চিত তিনটি আউটের সুফল বাংলাদেশের পক্ষে যায়নি ডিসিশন রিভিউ না করায়। দ্বিতীয় টেস্টে আরও হ-য-ব-র-ল অবস্থা। নিশ্চিত আউটের সময় রিভিউ না নিয়ে যেটাতে আউট হয়নি দেখা যাচ্ছে সেখানেই নিচ্ছেন রিভিউ।

তবে দিনশেষে স্বস্তি আসে পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিনে শুক্রবার (৮ এপ্রিল) স্বাগতিকদের পতন হওয়া ৫ উইকেটের ভেতর দুটিই এসেছে আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে। শেষ বেলায় যা টাইগার শিবিরে স্বস্তি দিয়েছে। কিন্তু ডিসিশন রিভিউ ব্যবহারে এত দিনেও পাকাপোক্ত না হওয়ায় প্রশ্ন থাকছেই।

পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিনের খেলা শুরুর তৃতীয় ওভারেই রিভিউ নিলে নিশ্চিত আউট হতেন স্বাগতিকদের ওপেনার সারিল এরউই। কিন্তু রিভিউ নেননি মুমিনুল। পরে রিপ্লেতে যা ধরা পড়ে। এরপর ব্যাটসম্যান আউট হননি এমন সময়েও অতি আত্মবিশ্বাসে রিভিউ নিয়ে খেসারত দিতে হয়েছে।

এদিকে দ্বিতীয় দিনের শুরুতে সেই খালেদ আহমেদের বলে আবারও জোরাল আবেদন। আম্পায়ার কর্ণপাত না করায় আবারও রিভিউ নিলেন মুমিনুল। আবারও রিভিউ নষ্ট।

বারবার রিভিউ নেওয়া বা না নেওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে দেখা যাচ্ছে বাংলাদেশ অধিনায়ককে। এর পেছনে কী কারণ? সহজভাবে বলতে গেলে, ডিসিশন রিভিউয়ের ক্ষেত্রে একদিকে যেমন দক্ষ নন মুমিনুল, তেমনি সতীর্থদের থেকেও সেভাবে সহযোগিতা পাচ্ছেন না টেস্ট অধিনায়ক। বিশেষ করে উইকেটরক্ষকের কাছ থেকে। যে কোনো কারণেই হোক লিটন দাসের থেকে এই সাপোর্টটা সেভাবে পাওয়া যাচ্ছে না।

শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় দিনে ৫ উইকেট হারিয়ে ২৯৬ রানে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা।



আর্কাইভ