শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » ফতুল্লায় মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফতুল্লায় মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফতুল্লায় আব্দুর রহমান (৩০) নামক এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুর রহমান ফতুল্লা মডেল থানার পূর্ব গোপাল নগরের কাজিম উদ্দিনের পুত্র।
বৃহস্পতিবার ( ৭ মার্চ) রাতে তাকে ফতুল্লার গোপালনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে আট পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২ হাজার দুইশত টাকা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মাদক বিক্রয় কালে স্থানীয় এলাকাবাসী আব্দুর রহমান কে আটক করে। পরে পুলিশে সংবাদ দিলে পুলিশ গটনাস্থলে গিয়ে মাদক বিক্রির ২ হাজার দুইশত টাকা ও আট পিছ ইয়াবা ট্যানলেট সহ মাদক ব্যবসায়ী আব্দুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে। এবিষয়ে পুলিশ বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।