শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সিদ্ধিরগঞ্জ » সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে মোঃ রায়হানুল ইসলাম (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-১১।
এ সময় তার হেফাজত হতে ৬ কেজি গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি, মোঃ রায়হানুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জরে উজিরপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে।
শুক্রবার(৮এপ্রলি) সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় ।
র্যাব জানায়, দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীনও বলে জানায় র্যাব।