শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
বুধবার, ৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » পাকিস্তানকে হেসেখেলে হারাল অস্ট্রেলিয়া
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » পাকিস্তানকে হেসেখেলে হারাল অস্ট্রেলিয়া
৩২৫ বার পঠিত
বুধবার, ৬ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানকে হেসেখেলে হারাল অস্ট্রেলিয়া

---

পাকিস্তানের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে হেসেখেলে জয় পেল অস্ট্রেলিয়া। মঙ্গলবার (৫ এপ্রিল) লাহোরে অজিদের জয় ৩ উইকেটে। ৮ উইকেটে পাকিস্তানের দেওয়া ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল ও ৩ উইকেট হাতে রেখে জিতেছে তারা। ম্যাচসেরা হন অ্যারন ফিঞ্চ।

লক্ষ্য তাড়া করতে নেমে অজি ওপেনার ট্রাভিস হেড খেলা শুরু করেন ঝড়ো গতিতে। তবে ১৪ বলে ২৬ রান করার পর বিদায় ঘণ্টা বাজে তার ইনিংসের। হারিস রউফের বলে উসমান কাদিরকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। স্কোর বোর্ডে অজিদের সংগ্রহ তখন ৪০ রান।

১৫ বলে ২৪ রান করে আউট হন জস ইংলিস। টেস্টের এক নম্বর ব্যাটার মার্নাস লাবুশানে ২ রানের বেশি করতে পারেননি। মিডল অর্ডারে মার্কাস স্টোইনিস দিন দিন অস্ট্রেলিয়ার ভরসার পাত্রে পরিণত হচ্ছেন। হার্ড হিটিংয়ে গ্লেন ম্যাক্সওয়েল ছাড়া যেন তার আর বিকল্প নেই! এ ম্যাচে ৯ বলে ২৩ রান করেন তিনি। এরপর সরাসরি বোল্ড হন মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের বলে।

ক্যামেরন গ্রিন ২ রান করে আউট হলে ওপেনার ফিঞ্চ ও বেন ম্যাকডারমথ মিলে নাগালের মধ্যে থাকা জয়ের প্রচেষ্টা চালান। তারা সফলও হন। যদিও ফিঞ্চ শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে মাঠ ছাড়তে পারেননি। ৪৫ বলে ৫৫ রান করে আউট হন তিনি। ১৯ বলে শেষ পর্যন্ত ২২ রান করেন ডারমথ। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, কাদির ও ওয়াসিম। একটি উইকেট নেন রউফ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের ব্যাটে দারুণ শুরু পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে তারা করেন ৬৭ রান। এ সময় গ্রিনের বলে আউট হন রিজওয়ান। বাবর টিকে ছিলেন আরও অনেকটা সময়। ফখর জামান আউট হন শূন্য রানে। ইফতিখার আহমেদ তোলেন ১৩ রান। বাবর ৪৬ বলে করেন ৬৬ রান।

শেষ দিকে খুশদিল শাহ ২৪, কাদির ১৮ ও হাসান আলি ১০ রান করেন। অজিদের হয়ে ২৮ রান খরচায় ৪ উইকেট পান নাথান এলিস। গ্রিন নেন দুই উইকেট। শন অ্যাবোট ও অ্যাডাম জাম্পা দুজনেই পান একটি করে উইকেট।



আর্কাইভ