মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ‘তার মস্তিষ্ক অন্য মানুষের চেয়ে দ্রুত কাজ করে’
‘তার মস্তিষ্ক অন্য মানুষের চেয়ে দ্রুত কাজ করে’
এখন পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। চার বিশ্বকাপের সেরা সাফল্য ২০১৪ বিশ্বকাপ ফাইনাল। যেখানে জার্মানির কাছে অতিরিক্ত সময়ে হেরে যায় আর্জেন্টিনা। তবে এবার আর্জেন্টাইন অধিনায়ককে বিশ্বকাপে সেরা উপহার দিতে চান মেসির সতীর্থ রদ্রিগো ডি পল।
অ্যাথলেতিকো মাদ্রিদ মিডফিল্ডার ডি পল বলেন, ‘প্রথম কথা হলো, মেসির আর কিছুর প্রয়োজন নেই, নিজেকে শীর্ষে রাখতে ফুটবলকে সবকিছু দিয়েছেন তিনি। প্যারিসে তার সঙ্গে কী হচ্ছে, সেটা নিয়ে আমার খুব বেশি বলার নেই। কারণ আমি সেখানে থাকি না। কিন্তু আমি আপনাদের বলতে পারি তিনি জাতীয় দলে কী করেন। তিনি আর্জেন্টিনার সঙ্গে খুশি। তিনি আমাদের নেতা, আমরা তাকে অনুসরণ করি।’
এদিকে মেসি কাতার বিশ্বকাপের পরেই বিদায় নেবেন নাকি আরও কয়েক বছর আর্জেন্টিনার জার্সিতে পারফর্ম করবেন সেটি নিশ্চিত নয় এখনো। ডি পল বলেন, ‘তিনি যতদিন চান, খেলে যেতে পারবেন। কারণ তিনি অন্য পর্যায়ের খেলোয়াড়, তার মস্তিষ্ক অন্য যে কোনো মানুষের চেয়ে দ্রুত কাজ করে। আমরা চেষ্টা করব এই বিশ্বকাপ তার জন্য উপভোগ্য করে তোলার এবং আমরা যদি শেষ দিনে (ফাইনাল) পৌঁছাতে পারি, সেটা হবে আরো ভালো কিছু।’
বিশ্বকাপ নিয়ে মেসি কতটা উজ্জীবিত সেটাও বললেন ডি পল। সাবেক উডিনেসে খেলোয়াড় বলেন, ‘তিনি নিশ্চিতভাবে আমাদের সঙ্গে কথা বলবেন, পঞ্চম বিশ্বকাপে খেলতে যাচ্ছেন তিনি এবং আমাদের উপদেশ দেবেন, উৎসাহ দেবেন, কারণ তার অভিজ্ঞতা এখন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি আশা করি, মেসি উপভোগ করে। আশা করি সব ভালো যাবে। এটা তার শেষ বিশ্বকাপ নাকি আরও খেলবেন, সেই সিদ্ধান্ত তার।’
দুবারের বিশ্বকাপ জয়ীরা আসন্ন কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপে পরেছে। যেখানে তাদের গ্রুপ সঙ্গী মেক্সিকো, পোল্যান্ড আর সৌদি আরব।