সোমবার, ৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » দুই দিনের রেসালমেনিয়ার শেষ হাসি রেইন্সের
দুই দিনের রেসালমেনিয়ার শেষ হাসি রেইন্সের
দুদিনের উত্তেজনার পর সোমবার (৪ এপ্রিল) শেষ হলো ডব্লিউডব্লিউই-এর সবচেয়ে জনপ্রিয় পে-পার-ভিউ রেসালমেনিয়া। ৩৮তম আসরের মূল আকর্ষণ ছিল ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রোমান রেইন্স ও ডব্লিউডব্লিউই ওয়ার্ল্ড হ্যাভিওয়েট চ্যাম্পিয়ন ব্রক লেসনারের মধ্যকার ম্যাচটি। যেখানে ব্রক লেসনারকে হারিয়ে ইউনিফাইড ডব্লিউডব্লিউই ওয়ার্ল্ড হ্যাভিওয়েট চ্যাম্পিয়ন হন রোমান রেইন্স।
কোভিডের পর এই প্রথম দুদিন মিলিয়ে অনুষ্ঠিত হলো রেসালমেনিয়া। রেসালমেনিয়ার দ্বিতীয় দিনের শুরুটা করেন ট্রিপল এইচ। যিনি কিছুদিন আগেই জানিয়েছিলেন রেসলিং থেকে অবসর নিয়েছেন তিনি। আজ আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দিলেন ১৪ বারের হ্যাভিওয়েট ট্রিপল এইচ।
রেসালমেনিয়ার দ্বিতীয় দিনের মূল আকর্ষণ ছিল দুই হ্যাভিওয়েট চ্যাম্পিয়ন রোমান রেইন্স ও ব্রক লেসনারের ম্যাচটি। যেখানে ব্রক লেসনারকে হারিয়ে ইউনিফাইড ডব্লিউডব্লিউই ওয়ার্ল্ড হ্যাভিওয়েট চ্যাম্পিয়ন হন রোমান রেইন্স।
এদিকে মেয়েদের উইমেন’স টাইটেল রিটেইন করেন শারলট ফ্লেয়ার। রোন্ডা রসিকে হারিয়ে উইমেন’স টাইটেল রিটেইন করেন কিংবদন্তি রেসলার রিক ফ্লেয়ারের কন্যা শারলট।
এর আগে ডব্লিউডব্লিউই ‘হল অব ফেমে’ নাম ওঠা রেসলারদের সম্মাননা দেওয়া হয়। যেখানে মূল আকর্ষণে ছিলেন আন্ডারটেকার খ্যাত রেসলার মার্ক কালাওয়ে। যিনি রেসেলমেনিয়ায় টানা ২১ ম্যাচে অপরাজিত ছিলেন। ‘হল অব ফেম’ অনুষ্ঠানে নিজের শেষ বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছিলেন, ‘নেভার সে নেভার।’ বক্তব্যটি ইতিহাসের ‘সেরা হল অব ফেম’ স্পিচ।