শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
সোমবার, ৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় ১২ জনের প্রাণহানি
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় ১২ জনের প্রাণহানি
২৩২ বার পঠিত
সোমবার, ৪ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় ১২ জনের প্রাণহানি

---

ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে রোববার প্রথম প্রহরে কারাগারে ছড়িয়ে পড়া ব্যাপক দাঙ্গায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। দক্ষিণ আমেরিকার এ দেশের কারাগারে এটি ভয়াবহ সহিংসতার সর্বশেষ ঘটনা। প্রেসিডেন্টের দপ্তর থেকে এ কথা জানানো হয়। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট গুইলার্মো লাসোর প্রেস দপ্তর জানায়, কুয়েনকার আল তুরি কারাগারে এ দাঙ্গায় ১২ নিহত এবং ১০ জন আহত হয়েছে। নিহতদের পরিচয় জানা গেছে এবং আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
ইকুয়েডর কারাগারে দাঙ্গা দমনে সাম্প্রতিক বছরগুলোতে চেষ্টা চালাতে দেখা গেছে সরকারকে। ২০২১ সালে দেশটিতে বিভিন্ন দাঙ্গায় ৩২০ আসামি নিহত হয়। এসব দাঙ্গার অধিকাংশ ছিল মাদক চক্র সংক্রান্ত।
স্বরাষ্টমন্ত্রী প্যাট্রিসিও কারিলো সাংবাদিকদের বলেন, এ দাঙ্গা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং এটি দমনে পুলিশ ও সেনাবাহিনীর ৮শ’ সদস্য পাঠানো হয়।
কারাগারের সর্বোচ্চ নিরাপত্তা শাখায় স্থানীয় সময় রাত দেড়টার দিকে এ দাঙ্গা ছড়িয়ে পড়ে।
এদিকে ওই কারাগার থেকে প্রায় ৯০ আসামিকে সরিয়ে নেয়া হয়েছে। কর্তৃপক্ষ জোরদিয়ে বলছে, এ সময় সেখান থেকে কেউ পালিয়ে যায়নি।
কারিলো জানান, এ দাঙ্গা ছিল মাদক চক্র সংক্রান্ত।



আর্কাইভ