শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
রবিবার, ৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » চেলসিকে উড়িয়ে দিয়েছে ব্রেন্টফোর্ড
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » চেলসিকে উড়িয়ে দিয়েছে ব্রেন্টফোর্ড
৩০৮ বার পঠিত
রবিবার, ৩ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চেলসিকে উড়িয়ে দিয়েছে ব্রেন্টফোর্ড

---

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই ধুকছে চেলছি। ক্লাবটির মালিকা নিয়ে জটিলতার পর মাঠেও যেন চেলসিতে টানাপোড়েন চলছে। এ অস্থিরতার মধ্যে মাঠেও হতাশা উপহার পেয়েছে চেলসি। শুক্রবার প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় নিচের সারিতে থাকা ব্রেন্টফোর্ডের কাছে ঘরের মাঠে ৪-১ গোলে হেরেছে টমাস টুখেলের দল।

চেলসি-ব্রেন্টফোর্ড ম্যাচের প্রথমার্ধটা ছিল গোলশূন্য। রুডিগারের ৪৮ মিনিটের গোলে এগিয়ে যায় চেলসি। এরপর ব্রেন্টফোর্ডের দুর্দান্ত ফিরে আসা। ৫০ থেকে ৬০—এই ১০ মিনিটের মধ্যে ৩ গোল করে তারা। খেলার ৫০ মিনিটে ইয়ানেল্ত দলকে সমতায় ফেরান। কিন্তু ৫৪ মিনিটে ব্রেন্টফোর্ডের দ্বিতীয় গোলটি করেন ক্রিস্টিয়ান এরিকসেন।

অসুস্থতা কাটিয়ে আবার ফুটবলে ফেরা ডেনমার্কের মিডফিল্ডারের ব্রেন্টফোর্ডের হয়ে এটাই প্রথম গোল। ৬০ মিনিটে আবার গোল করেন ইয়ানেল্ত। ম্যাচের ৮৭ মিনিটে চেলসির কফিনে শেষ পেরেকটি ঠোকেন উইসা। এই লজ্জার হারে ২৯ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। ২৮ ম্যাচ খেলে ৫৪ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। অন্যদিকে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৩। লিভারপুল দ্বিতীয় স্থানে আছে ১ পয়েন্ট কম নিয়ে। ১৯৩৯ সালের পর এই প্রথম চেলসিকে হারানো ব্রেন্টফোর্ড ৩১ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে আছে ১৪তম স্থানে।



আর্কাইভ