শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
রবিবার, ৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ৮৮ বছর পর আয়া সোফিয়ায় প্রথম তারাবি অনুষ্ঠিত, মুসল্লিদের ভিড়
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ৮৮ বছর পর আয়া সোফিয়ায় প্রথম তারাবি অনুষ্ঠিত, মুসল্লিদের ভিড়
৪৬৫ বার পঠিত
রবিবার, ৩ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৮৮ বছর পর আয়া সোফিয়ায় প্রথম তারাবি অনুষ্ঠিত, মুসল্লিদের ভিড়

---

দীর্ঘ ৮৮ বছর পর তুরস্কের বিখ্যাত আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে রমজানের মাসের প্রথম তারাবি অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে ইস্তাম্বুল শহরের ঐতিহাসিক এ স্থাপনায় তা অনুষ্ঠিত হয়। তারাবি নামাজে অংশ নিতে আয়া সোফিয়া চত্বরে সমবেত হন মুসল্লিরা। স্মরণীয় এ তারাবি নামাজে উপস্থিত ছিলেন দেশটির ধর্ম বিভাগীয় অধিদপ্তরের প্রধান অধ্যাপক ড. আলি ইরবাশসহ গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তিবর্গ। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ সূত্রে জানা যায়, আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে এ আয়া সোফিয়ায় কোরআন তিলাওয়াত, দোয়া, ইসলামী সঙ্গীত, আলোচনাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পবিত্র মাসজুড়ে দুপুরের নামাজের আগে মুফতি, মুসলিম আইন বিশেষজ্ঞরা আলোচনা করবেন। ২০২০ সালের ২৪ জুলাই ঐতিহাসিক এ স্থাপনা নামাজের জন্য খুলে দেয়া হয়। করোনা মহামারি সংক্রমণরোধে গত দুই বছর মসজিদের নামাজে বিধি-নিষেধ ছিল। ব্যাপকভাবে করোনা টিকাপ্রদান, মৃত্যুসংখ্যা হ্রাস ও সুস্থতার হার বৃদ্ধি পাওয়ায় তুরস্কের সরকার পবিত্র রমজান মাস উপলক্ষে সব মসজিদ খুলে দিয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেছে ইস্তাম্বুলের ইফতা বিভাগ। রমজানের পুরো মাস এ প্রদেশের ১৫৮টি মসজিদ সার্বক্ষণিক খোলা থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। তারাবির নামাজ ছাড়াও অনেক মসজিদে কোরআনের তাফসির অনুষ্ঠানের আয়োজন থাকবে। রমজান মাসের শেষ ১০দিন আগ্রহী মুসল্লিরা ইতিকাফ করতে পারবেন। তবে স্বাস্থ্যবিধি মেনে এক মসজিদে সর্বোচ্চ পাঁচজন ইতিকাফ করতে পারবেন। এক সময় বিশ্বের সবচেয়ে বড় গির্জা থেকে মসজিদ, পরে জাদুঘরে রূপান্তরিত হওয়া দেড় হাজার বছরের পুরনো মসজিদ এ আয়া সোফিয়া। ১৯৮৫ সালে জাদুঘর আয়া সোফিয়াকে বিশ্ব ঐতিহ্য স্থাপনা ঘোষণা করে ইউনেস্কো। বাইজেন্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ানের আদেশে ষষ্ঠ শতকে আয়া সোফিয়া নির্মিত হয়। ১৪৫৩ সালে ইস্তাম্বুল অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলে স্থাপনাটিকে মসজিদে রূপান্তর করা হয়। ১৯৩৪ সালে এটিকে জাদুঘরে রূপান্তরিত করে তৎকালীন ধর্মনিরপেক্ষ তুর্কি সরকার। ২০২০ সালের ১০ জুলাই তুরস্কের আদালত আয়া সোফিয়াকে জাদুঘরের মর্যাদা বাতিল করে মসজিদে রূপান্তরের আদেশ দেন। মসজিদ ছাড়া অন্যকিছু হিসেবে এটির ব্যবহারকে অবৈধ বলেও জানান আদালত। আয়া সোফিয়ায় শুরুর ৯২১ বছর গির্জা, পরের ৪৮২ বছর মসজিদ এবং শেষ ৮৬ বছর এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। সূত্র : ডেইলি সাবাহ।



আর্কাইভ