শনিবার, ২১ আগস্ট ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » মার্কিনিদের পিটিয়েছে তালেবান,অভিযোগ যুক্তরাষ্ট্রের
মার্কিনিদের পিটিয়েছে তালেবান,অভিযোগ যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন অভিযোগ করেছেন তালেবানদের কাছে কাবুল পতনের পর যেসব মার্কিন নাগরিক আফগানিস্তান ছাড়ার চেষ্টা করেছে তাদেরকে পিটিয়েছে তালেবান সদস্যরা।
শুক্রবার (২০ আগস্ট) এক ব্রিফিং এ অস্টিন এ কথা বলেন। এ সময় কয়েকজন আইন প্রণেতাও সেখানে উপস্থিত ছিলেন।
সিএনএন’র খবরে আরও বলা হয়, অস্টিন বলেন এ ঘটনা অগ্রহণযোগ্য। তবে কিভাবে মার্কিন নাগরিকদের নিরাপদে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সেনারা নিয়ে গেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।
আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা ও নাগরিকদের দেশে ফেরত নেয়ার বিষয়টি তিনি আবারও জানান।তবে সবাইকে এই সময়ে ফেরত নেয়া হবে কিনা তার নিশ্চয়তা দেননি অস্টিন।
এদিকে শুক্রবার হোয়াইট হাউসে দেয়া এক ভাষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন,মার্কিন সেনা সদস্যদের ওপর হামলা হলে বা মার্কিন নাগরিকদের সরিয়ে নেয়ার কাজে কোনো প্রকার নাশকতামূলক কাজ করা হলে সমুচিত জবাব দেয়া হবে।