শনিবার, ২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য | ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » পাইকারি পর্যায়ে দাম কমলেও প্রভাব নেই খুচরা বাজারে
পাইকারি পর্যায়ে দাম কমলেও প্রভাব নেই খুচরা বাজারে
নওগাঁর পাইকারি আড়তে সবজির সরবরাহ বাড়ায় সব ধরনের সবজির দাম কমেছে ৭-১০ টাকা পর্যন্ত। তবে পাইকারি বাজারে দাম কমলেও প্রভাব নেই খুচরা বাজারে। হঠাৎ সবজির দর কমায় লোকসান গুনতে হচ্ছে বলে জানিয়েছেন চাষিরা। এদিকে বেপারিরা বলছেন, সরবরাহের তুলনায় দূরের পাইকার ব্যবসায়ী কম থাকায় দাম কমেছে।
ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে হাঁকডাকে জমে ওঠে নওগাঁর পাইকারি সবজির আড়ত। দুপুর পর্যন্ত চলে জমজমাট বেচাকেনা। তবে গত কয়েক দিনের চেয়ে এ আড়তে বেগুন, পটোল, টমেটো, করলা, শিম, পেঁয়াজ ও কাঁচা মরিচের সরবরাহ বেড়েছে।
সবজির সরবরাহ বাড়লেও পাইকারের উপস্থিতি কম হওয়ায় দাম কমেছে কেজিতে ৭-১০ টাকা পর্যন্ত। তবে রোজার আগে চাহিদা বাড়ায় বেগুন ও লেবুর দাম কিছুটা বেড়েছে।
চাষিরা চড়া দামে কৃষি উপকরণ কেনার অভিযোগ করেন। কিন্তু আড়তে উৎপাদিত সবজির প্রত্যাশিত দর না পাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও জানান তারা।
এদিকে পাইকারি আড়তে সবজির দর কমলেও খুচরা বাজারে তার প্রভাব নেই। ব্যবসায়ীরা বলছেন, দূরের বেপারি না থাকায় সবজির দাম কমেছে।
উল্লেখ্য, চলতি মৌসুমে জেলায় ৩৭ হাজার হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে। সাড়ে ৪ লাখ মেট্রিক টন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।