শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শনিবার, ২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » দিনের শুরুতেই ফিরে গেলেন তাসকিন
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » দিনের শুরুতেই ফিরে গেলেন তাসকিন
১২৬ বার পঠিত
শনিবার, ২ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দিনের শুরুতেই ফিরে গেলেন তাসকিন

---

ডারবান টেস্টের তৃতীয় দিনের শুরুতেই নাইট ওয়াচম্যান হিসেবে খেলতে নামা তাসকিন আহমেদের উইকেট হারাল বাংলাদেশ। উইলিয়ামসের বলে স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তাসকিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১০১ রান।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসে প্রাপ্তির হিসাব মেলাতে গেলে সেখানে একটা জিনিসই হয়তো খুঁজে যাওয়া যাবে। মাহমুদুল হাসান জয়ের ইনিংস, ১৪১ বলে দ্বিতীয় দিন শেষে ৪৪ রানে অপরাজিত তিনি। জয় ছাড়া টপ অর্ডারের চার ব্যাটারই হয়েছেন ব্যর্থ।

টাইগারদের ব্যর্থতার তালিকাটা শুরু হয় সাদমান ইসলামকে দিয়ে। দলীয় ২৫ রানে আউট হয়েছিলেন এই ওপেনার। তাকে সরাসরি আউট করেন সিমন হারমার। ফেরার আগে ৩৩ বলে ৯ রান করেন সাদমান। তিনি আউট হওয়ার পর বাংলাদেশকে টানছিলেন জয় ও শান্ত।

শুরুতে শান্ত ওয়ানডে স্টাইলে খেলতে থাকলেও সময় যত গড়ায় তত টেস্ট মেজাজি হচ্ছিলেন তিনি। মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত মিলে অর্ধশত রানের জুটিও গড়েছিলেন। কিন্তু ৮৭ বলে ২ চার ও ২ ছয়ে তার নামের পাশে যখন ৩৮ রান, তখন শান্তকে শিকারে পরিণত করেন হারমার।

দলীয় ৮০ রানে বিদায় নেন শান্ত। স্কোর বোর্ডে আর রান যোগ হতে না হতে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক মুমিনুল হকও। ক্রিজে এসে ৮ বল খেলেছিলেন তিনি। কোনো রানই তুলতে পারেননি নামের পাশে। বাংলাদেশ ক্যাপ্টেনকে কিগান পিটারসেনের ক্যাচ বানান সেই হারমারই। মুমিনুল আউট হলে মুশফিকুর রহিম জয়কে সঙ্গ দিতে এসেছিলেন। তবে তিনিও বেশিক্ষণ থাকতে পারেননি ক্রিজে। হারমারের শিকার হয়ে ব্যক্তিগত ৭ রানে মাঠ ছাড়েন তিনি। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশ অলআউট করেছিল ৩৬৭ রানে।



আর্কাইভ