শুক্রবার, ১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » ফতুল্লায় শ্রমিক হত্যা: প্রধান দুই আসামি গ্রেফতার
ফতুল্লায় শ্রমিক হত্যা: প্রধান দুই আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় আলমগীর হোসেন নামে এক ইটভাটা শ্রমিককে প্রকাশ্যে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় করা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১ এপ্রিল) সকালে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পরে দুপুরে সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ওমর ফারুক ও আব্দুল আলী। তাদের মালিকানাধীন ইটভাটাতেই নিহত আলমগীর লোড-আনলোডের কাজ করতেন।
সংবাদ সম্মেলনে র্যাব-১১ অধিনায়ক অরও জানান, পূর্বশত্রুতার জেরে গত ২১ মার্চ সদর উপজেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের লক্ষ্মীনগর এলাকায় আলমগীর হোসেনকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করা হয়। পরে গুরুতর অবস্থায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা করেন। তবে এই হত্যাকাণ্ডের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে র্যাব।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে র্যাব রাজধানীর শান্তিনগরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তাদের থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।