শুক্রবার, ১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » হবিগঞ্জে মুক্তিযুদ্ধের নাটক ‘আমিই মুক্তি, আমিই বাংলাদেশ’র প্রদর্শনী
হবিগঞ্জে মুক্তিযুদ্ধের নাটক ‘আমিই মুক্তি, আমিই বাংলাদেশ’র প্রদর্শনী
জেলার প্রচীন নাট্য সংগঠন খোয়াই থিয়েটারের উদ্যোগে মুক্তিযুদ্ধের নাটক ‘আমিই মুক্তি,আমিই বাংলাদেশ’র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে খোয়াই থিয়েটারের থিয়েটার স্টুডিওতে এই নাটক প্রদর্শন হয়।
সিদ্দিকী হারুনের রচনায় এবং ইয়াছিন খান নির্দেশিত নাটকটির এটি ২৩তম প্রদর্শনী।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্বল্প ব্যয়ে নতুন স্থানে নতুন নাটক প্রকল্পের আওতায় নাটকটি নির্মিত হয়।
এই নাটকের পটভূমি হল ১৯৭১ সালের ১৮ আগস্ট পাক বাহিনীর দ্বারা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে সংগঠিত নৃশংস গণহত্যা। নাটকের প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।