শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
শুক্রবার, ১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » খালেদের জোড়া শিকারে বাংলাদেশের দাপট
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » খালেদের জোড়া শিকারে বাংলাদেশের দাপট
১১৬ বার পঠিত
শুক্রবার, ১ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খালেদের জোড়া শিকারে বাংলাদেশের দাপট

---

গতকাল ডারবান টেস্টের প্রথম দিন শেষে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান। আজ (১ এপ্রিল) দ্বিতীয় দিন সকালে আবারও ব্যাটিংয়ে নেমেছে তারা। আর তাতে শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন পেসার খালেদ আহমেদ।

দলীয় ৮৩তম ও নিজের ১৬তম ওভার করতে এসে দ্বিতীয় বলেই কাইল ভেরেইনেকে ফিরিয়ে দেন খালেদ। তার গুড লেন্সের বলটি ইনসুইং হয়ে সরাসরি ভেরেইনের পায়ে লাগে। এলবিডব্লিউর আবেদন করলে সঙ্গে সঙ্গেই আউট দিয়ে দেন আম্পায়ার। আউট হওয়ার আগে ২৮ রান করেছেন তিনি। এর পরের বলে আবারও উইকেট। এবার আউটসুইংয়ে উইয়ান মুলদারকে বোকা বানান খালেদ।

বলটি মুলদারের ব্যাটে লেগে স্লিপে দাঁড়ানো মাহমুদুল হাসান জয়ের হাতে চলে যায়। রানের খাতা খেলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন এই ব্যাটার। এই রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৫১ রান। টেম্বা বাভুমা ৬৬ ও কেশাভ মহারাজ ৪ রানে অপরাজিত আছেন।

এর আগে গতকালও বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সিলেটের এই পেসার। বাকি দুটি উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন। অন্যটি রানআউট।



আর্কাইভ