শুক্রবার, ১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » সীমান্ত দিয়ে পাচারকালে সাড়ে ১২ কেজি স্বর্ণের বার উদ্ধার, আটক ১
সীমান্ত দিয়ে পাচারকালে সাড়ে ১২ কেজি স্বর্ণের বার উদ্ধার, আটক ১
ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবুতলা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৯৮টি ছোট ও ১টি বড় স্বর্ণের বার (ওজন ১২ কেজি ৫৩০ গ্রাম) উদ্ধার করেছে বিজিবি। এসময় ইব্রাহিম খলিল (৩৫) নামে এক পাচারকারীকে আটক করা হয়।
শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে তাকে আটক ও স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক ইব্রাহিম খলিল মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের আব্দুল লতিফের ছেলে।
বিজিবি’র ঝিনাইদহের খালিশপুরের ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ এক সংবাদ সম্মেলনে জানান, তারা গোপন সূত্রে জানতে পারে মাটিলা সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চালান পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে মাটিলা বিওপি’র একটি টহল দল অভিযানে নামে। সকাল সাড়ে ৭ টার দিকে লেবুতলা গ্রামের হাতির মোড়ে একটি মোটর সাইকেল সীমান্তে দিকে যেতে দেখে থামায় তারা। তল্লাশী চালিয়ে একটি ব্যাগের ভিতর কাগজে মোড়ানো অবস্থায় ৯৮টি ছোট ও ১টি বড় সাইজের সোনার বার উদ্ধার করা হয়। যার মূল্য সাত কোটি ৮৭ লাখ টাকা। এব্যাপারে মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত সোনা ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়া হবে।