শুক্রবার, ১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | মানিকগঞ্জ | শিরোনাম » রমজানের আগেই কমল মাছের দাম
রমজানের আগেই কমল মাছের দাম
মানিকগঞ্জের তরা ঘাটের মাছের আড়তে বেড়েছে দেশীয় মাছের সরবরাহ। রমজানের আগেই কমেছে মাছের দাম। এতে জেলেরা হতাশ হলেও সাধারণ ক্রেতা ও পাইকাররা বেশ খুশি।
শুক্রবার (১ এপ্রিল) ভোর থেকেই জেলে, পাইকার এবং সাধারণ ক্রেতায় বেচাকেনা জমজমাট মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর পাড়ের দেশীয় মাছের আড়তে।
সরবরাহ বেড়েছে রয়না, কই, শিং, বোয়াল, টেংরাসহ নানা প্রজাতির দেশীয় মাছের। এতে কেজি প্রতি পাইকারি দর কমেছে ১৫ থেকে ১৬ টাকা। রমজানকে সামনে রেখে মাছের দরপতনে জেলেরা হতাশ হলেও পাইকার ও সাধারণ ক্রেতা খুশি।
মানিকগঞ্জের তরা ঘাটের মৎস্য আড়তের আজকের পাইকারি দর
মলা ১৬০ থেকে ১৮০ টাকা, নলা ১২০ থেকে ১৫০ টাকা, কাতল ১৩০ থেকে ১৫০ টাকা, ফলি ৩২০ থেকে ৪০০ টাকা, কার্প ১৬০ থেকে ১৮০ টাকা, চিংড়ি ৩৮০ টাকা থেকে ৪১০ টাকা, পুঁটি ৩০০ থেকে ৩৫০ টাকা, শোল ৩৫০ টাকা, ৩৭০ টাকা, শিং ৪৫০ থেকে ৪৬০ টাকা, রয়না ৩৪০ থেকে ৩৬০ টাকা, কই ৩৮০ থেকে ৪১০ টাকা এবং টেংরা ৩০০ টাকা থেকে ৩৫০ টাকা।
মানিকগঞ্জের তরা ঘাটে মৎস্য আড়তের সহ-সম্পাদক হারুন-অর রশিদ জানান, ২০০ বছরের ঐতিহ্যবাহী এ আড়তে রয়েছে পানি নিষ্কাশনসহ নানা সমস্যা। এছাড়া বৃষ্টি এলে দেখা দেয় কাদা। তখন বেচাকেনা কঠিন হয়ে পড়ে।
তিনি আরও জানান, কালীগঙ্গা নদী পাড়ের এ আড়তে প্রতিদিন বিভিন্ন প্রজাতির ৭০ থেকে ৮০ লাখ টাকার দেশীয় মাছ বেচাকেনা হয়।