শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
বুধবার, ৩০ মার্চ ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » মার্কিন নাগরিকদের আটকে রাখতে পারে রাশিয়া!
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » মার্কিন নাগরিকদের আটকে রাখতে পারে রাশিয়া!
১৩১ বার পঠিত
বুধবার, ৩০ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মার্কিন নাগরিকদের আটকে রাখতে পারে রাশিয়া!

---

রাশিয়ায় ভ্রমণের ক্ষেত্রে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আমেরিকানদের ‘আটকে রাখতে পারে’ মস্কো।

হয়রানির সম্ভাবনার কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের রাশিয়া ভ্রমণ না করার বা ‘অবিলম্বে’ রাশিয়া ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। নিজ নাগরিকদের রাশিয়ার ‘স্থানীয় আইনের স্বৈরাচারী প্রয়োগ’ সম্পর্কেও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

মার্কিন নাগরিকদের উদ্দেশে নির্দেশনায় আরও বলা হয়, ‘রাশিয়া ত্যাগ করতে চাইলে যত দ্রুত সম্ভব নিজ ব্যবস্থাপনায় আপনাদের তা করা উচিত।’

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার কয়েক দিন পরই দেশটিতে নিজেদের দূতাবাস ও কনস্যুলেটের কার্যক্রম স্থগিত করে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে বিশ্বের বিভিন্ন দেশ ও আর্থিক প্রতিষ্ঠান। ফলে বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে দেশটি। এরই মধ্যে কমতে শুরু করেছে রুবলের (রুশ মুদ্রা) দাম।

আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট পেমেন্ট নেটওয়ার্ক থেকেও রাশিয়ার বেশ কয়েকটি ব্যাংককে বিচ্ছিন্ন করতে সম্মত হয়েছে পশ্চিমা দেশগুলো। এসব নিষেধাজ্ঞার ফলে রাশিয়া কতটা সমস্যার মুখে পড়বে তা নিয়ে চলছে হিসাব-নিকাশ।

কিয়েভে সামরিক অভিযান চালানোর জেরেই মূলত রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার খড়গ নেমে আসছে। সম্প্রতি রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানায় ওয়াশিংটন। বিশেষজ্ঞদের মতে, এসব নিষেধাজ্ঞার ফলে এরই মধ্যে আর্থিক সংকটের মুখে পড়তে শুরু করেছে দেশটির অর্থনীতি।

নিষেধাজ্ঞার জেরে রাশিয়ার মুদ্রা রুবলের দাম কমতে থাকায় সাময়িক ক্ষতি কাটিয়ে উঠতে সুদের হার সাড়ে ৯ শতাংশ থেকে ২০ শতাংশ বাড়িয়েছে মস্কো। এদিকে ব্যাপক আকারে দরপতনের ভয়ে বন্ধ রাখা হয়েছে শেয়ারবাজারও।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া তেল ও গ্যাস রপ্তানির জন্য সুইফট সিস্টেমের ওপর অনেক বেশি নির্ভরশীল। সুইফট থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে বাদ দেওয়ার প্রভাব পড়বে দেশটির ব্যাংকিং নেটওয়ার্কে।



আর্কাইভ