মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ
রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ
বাসচালকের মুক্তির দাবিতে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে হঠাৎ করে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় তারা।
এর আগে বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজশাহী এবং রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটি।
রোববার (২৭ মার্চ) থেকে এ ধর্মঘট হওয়ার কথা থাকলেও ধর্মঘটের ঘোষণা দেওয়ার একদিন পরেই শুক্রবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টায় নগরের শহীদ এ এইচ এম কামারুজ্জামান বাস টার্মিনাল এলাকায় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন চৌধুরী।
গত বছরের ২৬ মার্চ রাজশাহীর কাটাখালীতে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহতের ঘটনায় গ্রেফতার বাস চালকের জামিন না হওয়ায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তবে ধর্মঘট স্থগিতের পরে হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন রাজশাহী থেকে বিভিন্ন রুটে গমনকারী সাধারণ মানুষ।