শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
সোমবার, ২৮ মার্চ ২০২২
প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য | ছবি গ্যালারী | শিরোনাম » বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স
প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য | ছবি গ্যালারী | শিরোনাম » বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স
১৩৫ বার পঠিত
সোমবার, ২৮ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স

---

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দাম কমাতে সরকারি ব্যবস্থা গ্রহণে সুপারিশ করার জন্য উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের নেতৃত্বে গঠিত টাস্কফোর্সে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার (২৭ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব টাস্কফোর্সের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

টাস্কফোর্সের বাকি সদস্যরা হলেন— জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, খাদ্য মন্ত্রণালয়ের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন চেয়ারম্যান, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ডিজিএফআই মহাপরিচালক, এনএসআই মহাপরিচালক, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ চেয়ারম্যান, এফবিসিসিআই সভাপতি।

টাস্কফোর্সের সদস্যরা মাসে অন্তত একবার বৈঠকে বসবেনে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।



আর্কাইভ