শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

N2N Online TV
রবিবার, ২৭ মার্চ ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ইসরাইলকে হারাল জার্মানি
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ইসরাইলকে হারাল জার্মানি
১৫১ বার পঠিত
রবিবার, ২৭ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসরাইলকে হারাল জার্মানি

---

কাতার বিশ্বকাপ বাছাইপর্ব প্রায় শেষ দিকে। লাতিন আমেরিকা ও ইউরোপ অঞ্চলের ম্যাচগুলো আর বেশি বাকি নেই।

এরই মধ্যে শনিবার রাতে হয়ে গেল বেশ কিছু আন্তর্জাতিক প্রীতিম্যাচ। যেখানে ইসরাইলের মুখোমুখি হয় জার্মানি, আলবেনিয়ার বিপক্ষে লড়াই করে স্পেন। সুইজারল্যান্ডের মুখোমুখি হয় ইংল্যান্ড। এই ম্যাচে সুইসদের ২-১ গোলে হারান ইংলিশরা।

ম্যাচে ইসরাইলকে ২-০ গোলে হারিয়েছে জার্মানি। অন্যদিকে ঘরের মাঠে আলবেনিয়ানদের ২-১ গোলে হারিয়েছে স্পেন। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হয় ইংল্যান্ড। এই ম্যাচে সুইসদের ২-১ গোলে হারিয়েছেন ইংলিশরা।

জার্মানির প্রিজিরো এরেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচে গোল করেন কাই হ্যাভার্টজ ও টিমো ওয়ার্নার।

ম্যাচের ৩৬তম মিনিটে কাই হ্যাভার্টজের গোলে লিড নেয় জার্মানি। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ান টিমো ওয়ার্নার।

২-০ স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে জার্মানির আক্রমণ প্রতিহত করে জাল সুরক্ষিত রাখে ইসরাইলের রক্ষণভাগ। কিন্তু তাদের আক্রমণভাগ কোনো গোল শোধ দিতে পারেনি।



আর্কাইভ