শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
রবিবার, ২৭ মার্চ ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র
১১২ বার পঠিত
রবিবার, ২৭ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র

---

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারিত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেওয়া শুভেচ্ছাবার্তায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে গতকাল শনিবার (২৬ মার্চ) বার্তাটি প্রকাশ করা হয়।

শুভেচ্ছাবার্তায় ব্লিঙ্কেন যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে ৫২তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

ব্লিঙ্কেন বলেন, ‘আমাদের দুই দেশকে এক কঠিন সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা পেতে হয়েছিল এবং দুই দেশই আমাদের প্রতিষ্ঠিত গণতান্ত্রিক আদর্শ সমুন্নত রেখে চলার চেষ্টা করি। পাঁচ দশক ধরে আমাদের পারস্পরিক সহযোগিতা বর্তমান ও আগামীর জন্য একটি নিরাপদ সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করছে।’

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক সাফল্য অর্জন এবং বিশ্বকে নিরাপদ রাখতে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ অবদানকারী হিসেবে আপনাদের প্রতিশ্রুতিকে সাধুবাদ জানাই।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিরক্ষা, উন্নয়নমূলক, বাণিজ্যিক এবং জনগণের মধ্যে অংশীদারত্ব আগের চেয়ে শক্তিশালী। এই ভিতের ওপর আগামী কয়েক দশক আমরা নিজেদের গড়ে তুলব।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেন দুই দেশ একসঙ্গে উন্নতি করতে পারে।



আর্কাইভ