শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

N2N Online TV
রবিবার, ২৭ মার্চ ২০২২
প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » নিত্যপণ্যের দাম কমাতে বেঁধে দেওয়া হবে মুনাফা
প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » নিত্যপণ্যের দাম কমাতে বেঁধে দেওয়া হবে মুনাফা
১১৭ বার পঠিত
রবিবার, ২৭ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিত্যপণ্যের দাম কমাতে বেঁধে দেওয়া হবে মুনাফা

---

সরবরাহ স্বাভাবিক, তবুও বাড়তি নিত্যপণ্যের দাম। এবার ব্যবসায়ীদের মুনাফার সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

রমজান সামনে রেখে বাজার তদারকিতে কঠোর হচ্ছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্যসচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলছেন, নিত্যপণ্যের দাম সবার ক্রয়ক্ষমতার মধ্যে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। এদিকে, আমদানিনির্ভরতা কমিয়ে খাদ্য উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখতে সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ কৃষি অর্থনীতিবিদদের।

গত দুই বছর করোনা মহামারির ধাক্কা সামাল দিতে গিয়ে দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবন এমনিতেই চরম সংকটে। এর মধ্যে ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি। এ অবস্থায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখন কম দামে পণ্য কিনতে টিসিবির লাইনে দাঁড়াচ্ছেন।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, চালের সরকারি মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তারপরও দফায় দফায় বাড়ছে চালের দাম। উৎপাদন ভালো হওয়ার পরও সবজির বাজারও সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে। এ অবস্থায় রমজান সামনে রেখে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে শিগগিরই ব্যবসায়ীদের মুনাফার সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনার কথা জানান খাদ্যসচিব।

তবে আমদানিনির্ভরতা কমিয়ে কৃষিপণ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি সমন্বিত কার্যকর পরিকল্পনা নেওয়ার তাগিদ দেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

এখনই পরিকল্পনা নেওয়া না হলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সংকট আরও বাড়বে বলে আশঙ্কা কৃষি অর্থনীতিবিদদের।



আর্কাইভ