শনিবার, ২৬ মার্চ ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » জেদ্দা কনস্যুলেটে গণহত্যা দিবস পালিত
জেদ্দা কনস্যুলেটে গণহত্যা দিবস পালিত
যথাযথ মর্যাদা ও শোকাবহ পরিবেশে সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটে পালিত হয়েছে গণহত্যা দিবস। এ উপলক্ষ্যে কনস্যুলেট চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনান শ্রম কাউন্সিলর এম,কাজী এমদাদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর কামরুজামান ভূঁইয়া।
২৫ মার্চের তাৎপর্য ও ভয়াবহতা তুলে ধরে বক্তব্য রাখেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও প্রবাসী বাংলাদেশীদেরা। এক মিনিট নীরবতা পালন করে স্মরণ করা হয় একাত্তরের ২৫ মার্চের কাল রাত্রীতে শহীদের। প্রদর্শিত হয় গণহত্যার উপর ণির্মিত তথ্য চিত্র। শেষে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।