শুক্রবার, ২৫ মার্চ ২০২২
প্রথম পাতা » আড়াইহাজার | ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম » আড়াইহাজারে ডান্ডিচক্রের ৩ সদস্যসহ গ্রেফতার ৪, দামী ক্যামেরা উদ্ধার
আড়াইহাজারে ডান্ডিচক্রের ৩ সদস্যসহ গ্রেফতার ৪, দামী ক্যামেরা উদ্ধার
ওরা সংঘবদ্ধ ও ডান্ডি’র নেশায় আসক্ত। ডান্ডি’র নেশার টাকা যোগার করতেই দলবেঁধে চুরি চামারি করে বেড়ায়। এই ডান্ডিচক্রের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছে আড়াইহাজারবাসী। চুরির ঘটনা বেড়েছে। নেশার টাকা যোগার করতে না পারলেই চক্রটি মানুষের বাসা বাড়ি, দোকানপাট এমনকি অফিস আদালতে চুরি করে বেড়ায়। আড়াইহাজার উপজেলা নির্বাচন অফিসেও ডান্ডি আসক্তরা চুরি করে দামী মালপত্র নিয়ে গেছে। আড়াইহাজার থানা পুলিশ হন্যে হয়ে চক্রটিকে খুঁজছিল। অবশেষে উপজেলা নির্বাচন অফিসে চাঞ্চল্যকর চুরির ঘটনায় ৩ চোরসহ ৪ জন গেস্খফতার ও চোরাই মাল উদ্ধার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো দাগী চোর আশিক (২৬), পারভেজ (২৫), নবী হোসেন (২৭) ও চোরাই মালের ক্রেতা ফজলে রাব্বি।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা ও পার্শ্ববর্তী নরসিংদীর খরিয়া এলাকা থেকে চিহ্নিত চোরদের গ্রেফতার ও চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়। উপজেলা নির্বাচন অফিসে গত ১৩ অক্টোবর চুরি সংঘটিত হয়েছিল। সংঘবদ্ধ চোরেরা অফিসের গ্রীল কেটে ভেতরে ঢুকে একটি ক্যামেরা চুরি করে। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।
ওসি আরো জানায়, চুরির ঘটনায় আড়াইহাজার থানায় মামলা হয়। মামলা নং ১৪/১০/২১ ইং। চুরির ঘটনায় প্রথম ধরা পড়ে আশিক (২৬)। সে নরসিংদীর মাধবদী থানার খড়িয়া এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর আশিকের দেয়া তথ্যে বাকিদের গ্রেফতার ও চুরি যাওয়া দামী ক্যামেরাটি উদ্ধার করা সম্ভব হয়।