শুক্রবার, ২৫ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » ফতুল্লার বধ্যভূমিতে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি
ফতুল্লার বধ্যভূমিতে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি
নারায়নগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের স্মরণে ফতুল্লার বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) বিকাল ৪টায় ফতুল্লার পঞ্চবটিতে (যমুনা তেল ডিপোর গেইটের সামনে) অবস্থিত বধ্যভূমির স্মৃতিস্তম্ভে ওই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে এনায়েতনগর ইউনিয়ন শহীদ স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেছেন, বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছিলেন, সারা বাংলাদেশের মানুষ তার নেতৃত্বে মুক্তিযোদ্ধে অংশগ্রহন করেছিলেন। তাদের বুকে কোন ভয় ছিলো না, তাদের মায়া ছিলো না। তারা জীবন দিয়েছিলো বলে আমরা সুন্দর একটা দেশ পেয়েছি।
আমাদের উচিত এই মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে আছে তাদের সম্মান জানানো। বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধারা যে দেশ আমাদের দিয়ে গিয়েছে সে দেশকে অন্য একটি অবস্থানে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং তার পাশে থেকে আমাদের উচিত এ দেশকে এগিয়ে নেওয়া।
তিনি আরও বলেন, কিছু মানুষ আছে আমাদের এ চেতনাকে ধ্বংশ করতে চায়। স্বাধীনতা বিরোধী, মাদক, বাল্য বিবাহ এগুলো আমাদের চেতনাকে ধ্বংশ করছে। আমাদের এগুলোর বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। তাহলে আমাদের দেশ এক নাম্বার দেশে রূপায়িত হবে।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার শফিউল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত ফেরদৌস, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামানসহ প্রমুখ।