বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » আট বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় শ্রীলংকার
আট বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় শ্রীলংকার
আট বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো শ্রীলংকা। গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে প্রোটিয়াদের ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতে স্বাগতিক লংকানরা। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো শ্রীলংকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৩ সালে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিলো লংকানরা। এ দিকে আইসিসি সুপার লিগে পাঁচটি সিরিজ খেলে প্রথম জয় পেল শ্রীলংকা।
প্রথম দুই ম্যাচ শেষে শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার সিরিজে ১-১ সমতা ছিলো। তাই সিরিজের শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রুপ নিয়েছিলো। সেই ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। দক্ষিণ আফ্রিকার বোলারদের বিপক্ষে সুবিধা করতে পারেনি লংকানরা।
৫০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ২০৩ রান করে শ্রীলংকা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন চারিথ আসালঙ্কা। এছাড়া ধনঞ্জয়া ডি সিলভা ৩১ ও দুসমন্থ চামিরা ২৯ রান করেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক স্পিনার কেশব মহারাজ ৩টি উইকেট নেন।
জবাবে শ্রীলংকার অভিষিক্ত স্পিনার মহেশ থিকসানার ঘুর্নিতে পড়ে ৩০ ওভারের মধ্যে ১২৫ রানেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। হেনরিচ ক্লাসেন সর্বোচ্চ ২২ রান করেন। থিকসানা ৩৭ রানে ৪ উইকেট নেন। ম্যাচ সেরা হন চামিরা। আর সিরিজ সেরা আসালঙ্কা।
আগামী ১০ সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু করবে শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা।