শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

N2N Online TV
শুক্রবার, ২৫ মার্চ ২০২২
প্রথম পাতা » গোপালগঞ্জ | ছবি গ্যালারী | শিরোনাম » গোপালগঞ্জে বঙ্গবন্ধুকে নিয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের স্মৃতিচারণ
প্রথম পাতা » গোপালগঞ্জ | ছবি গ্যালারী | শিরোনাম » গোপালগঞ্জে বঙ্গবন্ধুকে নিয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের স্মৃতিচারণ
১৫৩ বার পঠিত
শুক্রবার, ২৫ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোপালগঞ্জে বঙ্গবন্ধুকে নিয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের স্মৃতিচারণ

---

ইতিহাসের মহানায়ক বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৬৬ সাল থেকে ১৯৭১ এর ছাত্রলীগ নেতৃবৃন্দ অনেকেই দেখেছেন খুব কাছ থেকে। বঙ্গবন্ধুর একান্ত সান্নিধ্যে আসার সুযোগও হয়েছিল কারো কারো। মহান এই নেতার স্নেহধন্য তৎকালীন ছাত্রনেতারা বঙ্গবন্ধুকে রেখেছেন তাদের মনের মণিকোঠায়।

বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, মাঝিগাতী ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর মুকুল খা, মিজবাহ উদ্দিন হাসান, লুৎফর রহমান লুথু বঙ্গবন্ধুর সংস্পর্শে যাওয়ার স্মৃতিচারণ করেন।

স্মৃতিচারণ করতে গিয়ে তারা বলেন, বঙ্গবন্ধু সাইকেলে চড়ে ঘুরেছেন গোপালগঞ্জের গ্রাম গ্রামান্তরে, মানুষের দুঃখ কষ্টের খোঁজ নিয়েছেন। অসুস্থ দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে দেখতে ছুটে গেছেন। বঙ্গবন্ধু যখনই গোপালগঞ্জে এসেছেন একটু জানাজানিতে হাজারো মানুষের ঢল নেমেছে রাস্তায়। বঙ্গবন্ধু যখনই গোপালগঞ্জে আসতেন, তখনই ছাত্রনেতারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতেন। বঙ্গবন্ধু কারো ছিলেন মুজিব ভাই, কারো খোকা, আবার দাদু ভাই বলে ডাকতেন অনেকে। ছয় দফা আন্দোলনেও এই ছাত্র নেতাদের ভূমিকা ছিল অপরিসীম।

শুক্রবার দুপুরে গোপালগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে ১৯৬৬ থেকে ১৯৭১ এর ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে বঙ্গবন্ধুর স্মৃতিচারণের এ অনুষ্ঠান হয়।

মিজবাহ উদ্দিন হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রলীগ নেতা সুশান্ত বালা, আশরাফ আলী খান, শেখ মোহাম্মদ ইউসুফ আলী, অজিৎ কুমার দাস, মহাদেব চন্দ্র বিশ্বাস, মুজিবুর রহমান, এসএম জালাল উদ্দিন, আকরাম আলী, জিয়া উদ্দিন খান, শেখ ফরিদ আহমেদ, আবদুল হানান শেখ, এসএম আবুল খায়ের, মোহাম্মদ মোফাজ্জেল হোসেন, দেলোয়ার হোসেন মিলু, আহম্মেদ মুজিবুর রহমান মোল্যা, কে এম নুরুজ্জামান প্রমুখ।



আর্কাইভ