বীর আজাদের চরিত্রে অপূর্ব
মুক্তিযুদ্ধে শহীদ বীর আজাদ ও তার মায়ের গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘নিহত নক্ষত্র’। গেরিলা যোদ্ধা শহীদ আজাদ সম্পর্কে দেশের সবাই কমবেশি জানেন। তার মমতাময়ী মায়ের গল্পও অজানা নয় কারো। ছেলের মুখে ভাত তুলে দিতে পারেননি বলে ১৪ বছর ভাত না খেয়ে ছিলেন সেই অভাগী মা। যিনি ছেলে খাটে ঘুমাতে পারত না বলে মৃত্যুর আগপর্যন্ত মাটির বিছানায় ঘুমিয়েছেন।
এ নাটকে শহীদ আজাদের চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তার মায়ের চরিত্রে দেখা যাবে মুনীরা মিঠুকে। ২৬ মার্চ, শনিবার রাত ৮টায় নাটকটি টিভিতে প্রচার হবে। নাটকটির গল্প সম্পর্কে জানা যায়, আজাদ মারা যায়। কবে, কোথায়, কীভাবে তার মৃত্যু হয়, সেই খবর তার স্নেহময়ী মা জানতে পারেন না। ছেলে ভাত না খেয়ে মারা গেছে–এই কষ্টে ১৪ বছর তিনি ভাত খাননি। আরাম করে ঘুমোতে পারেননি বিছানায়। মমতাময়ী মা ভেবেছেন, হয়তো আজাদ মারা যায়নি। হয়তো কোনোদিন সেই হাসিমুখ নিয়ে ফিরবে কোনো এক বরষায়।
সত্যিকার অর্থে ক্র্যাক প্লাটুনের আজাদ নিহত হননি। তিনি বেঁচে আছেন তার কর্মের মধ্যে। যারা বীর তারা তো অমর। তারা বেঁচে আছেন আমাদের হৃদয়ে, স্পন্দনে।