বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » চার মুক্তিযোদ্ধা নিবাস উদ্বোধনে আনোয়ার হোসেন
চার মুক্তিযোদ্ধা নিবাস উদ্বোধনে আনোয়ার হোসেন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১০নং ওয়ার্ডে চার বীর মুক্তিযোদ্ধা বাড়ীর ‘মুক্তিযোদ্ধা নিবাস’ নাম ফলক উন্মোচন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।
তারা হলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহর আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ রশন আলী ও বীর মুক্তিযোদ্ধা মোঃ তাইজুল ইসলাম । এরপর অসুস্থ ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন বাড়ীতে গিয়ে তার পারিবারিক খোজখবর নেন আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার ২৪ মার্চ সকাল ১০টায় গোদনাইলে বাজার এলাকায় চার মুক্তিযোদ্ধা নিবাস উদ্বোধনকালে মহান মুক্তিযুদ্ধে সকল মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা সাথে স্মরণ ও সূর্বণ জয়ন্তী শুভেচ্ছা জানান আনোয়ার হোসেন।
এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে আহবান জানিয়ে বলেন, আপনারা যারা রয়েছে এখনো আমাদের মাঝে। তাদের ছেলে- মেয়ে, নাতী-নাতনি সহ পরিবার সকল সদস্যকে মুক্তিযোদ্ধা নিয়ে আলোচনা করবেন। আপনারা কখন কোথায় কিভাবে মুক্তিযোদ্ধা অংশ নিয়েছেন, কোথায় মুক্তিযুদ্ধ করেছেন সেই ইতিহাস পরিবারকে জানাবেন। যারা যেন আগামী প্রজন্ম কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পারে। বিশেষ করে মুক্তিযুদ্ধ কার নিদের্শে করেছেন সেটা বলবেন। আপনাদের জন্য আওয়ামীলীগের সরকার সব সময় ছিলো আছে থাকবে।
মুক্তিযোদ্ধা নিবাস উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা জুলহাস হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর মজিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর মতিন, বীর মুক্তিযোদ্ধা মোহর আলী, মহানগর আওয়ামীলীগের বিএম আমির হোসেন, হাজী মুসলিম উদ্দিন, মজিবুর রহমান সাউদ,
উল্লেখ্য, মোঃ নুরুল ইসলাম গেজেট নং-১১৮১, মোহর আলী গেজেট নং-১১৮০, রশন আলী গেজেট নং-১১৫৯, তাইজুল ইসলাম গেজেট নং-১২৬৪ তারা সকলেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যোগ দিয়ে ছিলেন।