বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য | ছবি গ্যালারী | শিরোনাম » হংকং ভিত্তিক কোম্পানি বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৫৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে
হংকং ভিত্তিক কোম্পানি বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৫৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে
হংকং (চীন) ভিত্তিক কোম্পানি মেসার্স ক্যাম্পভ্যালি চিটাগাং লিমিটেড ৫৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি ক্যাম্পিং ইকুইপমেন্ট ও গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং শিল্প স্থাপন করতে যাচ্ছে।
বেপজা’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশি মালিকানাধীন কোম্পানিটি বার্ষিক ২১.৪ মিলিয়ন তাঁবু, ব্যাগ, ব্যাকপ্যাক, ক্যাম্পিং চেয়ার, আসবাবপত্র, লাগেজ, স্লিপিং ব্যাগ, নীট ও ওভেন পোশাক, গাজেবো, ছাতা, গদি এবং আসবাবপত্র ফ্রেম তৈরি করবে। এ কারখানায় প্রায় ৯৩৮০ জন বাংলাদেশী কর্মসংস্থানের সুযোগ পাবেন।
একই কোম্পানীর মালিকানার অধীনে চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেডে আরও দুটি তাঁবু উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে।
আজ বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়া অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং ক্যাম্পভ্যালি চিটাগং লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেপজার সদস্য (বিনিয়োগ বৃদ্ধি) আলী রেজা মজিদ এবং ক্যাম্পভ্যালি চিটাগা লিমিটেডের চেয়ারম্যান হং উ লি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বেপজা সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ বৃদ্ধি) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খোরশেদ আলম ও বেপজার প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের জন্য বেপজা আরও পাঁচটি কোম্পানির সঙ্গে ইজারা চুক্তি স্বাক্ষর করেছে। কোম্পানিগুলো ৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে যেখানে ২৩ হাজার ৫৮২ জন বাংলাদেশী নাগরিক কর্মসংস্থানের সুযোগ পাবেন।