বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » যুদ্ধের কারণে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কোনো সমস্যা হবে না
যুদ্ধের কারণে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কোনো সমস্যা হবে না
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদ্যুৎ বিভাগের স্বাধীনতা পুরস্কার অর্জন বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বিদ্যুৎ বিভাগের স্বাধীনতা পুরস্কার অর্জন নিয়ে তিনি বলেন, শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান এবং মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন সফলভাবে শেষ করায় বিদ্যুৎ বিভাগকে স্বাধীনতা পুরস্কার দিয়েছে সরকার।
তিনি বলেন, এই কৃতিত্বের অংশীদার জ্বালানি বিভাগও। এ সম্মান ধরে রাখার দায়িত্ব আমাদের সবার।
প্রতিমন্ত্রী বলেন, সামনের দিনগুলোর পরিকল্পনা নিয়ে কাজ করছি। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা বড় চ্যালেঞ্জ। সারা বিশ্বে জ্বালানিসহ কয়েকটি জিনিসপত্রের দাম নিয়ে বড় সংকট চলছে।
রামপাল, পায়রা, মাতারবাড়ি কেন্দ্র নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ভূমিকা রাখবে জানিয়ে তিনি বলেন, আমরা চাই বিদ্যুতের দাম যতটা সহনীয় রাখা যায়।