শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

N2N Online TV
বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ধোনির পর নতুন অধিনায়ক পেল চেন্নাই
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ধোনির পর নতুন অধিনায়ক পেল চেন্নাই
১১১ বার পঠিত
বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধোনির পর নতুন অধিনায়ক পেল চেন্নাই

---

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন না মহেন্দ্র সিং ধোনি। বৃহস্পতিবার (২৪ মার্চ) নেতৃত্ব ছাড়ার কথা বলেছেন ক্যাপ্টেন কুল। তার জায়গায় চেন্নাইয়ে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন রবীন্দ্র জাদেজা। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন চেন্নাইয়ের সিইও কাসি বিশ্বনাথন।

আইপিএলে শুরুর মৌসুম থেকে চেন্নাইকে নেতৃত্ব দিয়ে আসছেন ধোনি। তবে এবার আর অধিনায়ক থাকার ইচ্ছা নেই তার। ফ্র্যাঞ্জাইজিকে এ কথা জানিয়েছেন ধোনি নিজেই। ফলে চেন্নাই এ দায়িত্ব দিয়েছে ইনফর্ম অলরাউন্ডার জাদেজার কাঁধে।

এ সম্পর্কে বিশ্বনাথন ক্রিকইনফোকে বলেন, ধোনি এ ব্যাপারে (নেতৃত্ব ছেড়ে দেওয়া) ভাবছিল। সে অনুভব করেছে যে, এখনই জাদেজাকে নেতৃত্বভার হস্তান্তর করা সবচেয়ে ভালো সিদ্ধান্ত। জাদেজা এখন আছে সেরা ফর্মে। তাই তার অধিনায়কত্বের দায়িত্ব পাওয়াও উপযুক্ত বিষয়।

২০১২ সাল থেকে চেন্নাইয়ের হয়ে খেলছেন জাদেজা। এবারই প্রথম নেতৃত্বের মতো গুরুদায়িত্ব পেলেন তিনি।

আইপিএল ক্যারিয়ারে চার ক্লাবের হয়ে এখন পর্যন্ত ২০০ ম্যাচ খেলেছেন জাদেজা। যেখানে ২ হাজার ৩৮৬ রানের পাশাপাশি তিনি ১২৭টি উইকেটও শিকার করেছেন। এর মধ্যে শুধু চেন্নাইয়ের হয়ে তিনি লড়েছেন ১৩২ ম্যাচে। চেন্নাইয়ের জার্সিতে এক হাজার ৩২৪ রানের পাশাপাশি ১০০ উইকেট শিকার করেছেন জাদেজা। আইপিএলে খেলা তার অন্য তিনটি দল গুজরাট লায়ন্স, কোচি তাস্কার্স কেরালা ও রাজস্থান রয়্যালস।



আর্কাইভ